দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যার ওজন কম তার ওজন বাড়াতে কত কিই না করা লাগে। কিন্তু যার ওজন বেশি তার ওজন কমাতেও আবার অনেক ঝুক্কি-ঝামেলায় পড়তে হয়। যে খাবার ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে তেমন খাবার সম্পর্কে আলোচনা করা হবে এই প্রতিবেদনে।
যাদের শরীর নিয়ে খুব বেশি ভাবনা রয়েছে ও যারা শরীর সম্পর্কে খুবই সচেতন এবং যারা ওজন বাড়া বা কমা নিয়ে বেশি চিন্তায় থাকেন, তাদের জন্যিই আজকের এই প্রতিবেদন।
কিছু খাবার আছে যেগুলো আপনার ওজন কমাতে সাহায্য করে থাকে। আসুন জেনে নেওয়া যাক সেসব খাবার সম্পর্কে।
আপেল
আপেল এমন একটি জিনিসি যে এটি যে শুধুমাত্র ডাক্তারের হাত থেকেই আপনাকে দূরে রাখবে তা নয়, আপেল ওজন কমাতেও বিশেষভাবে সাহায্য করে থাকে। আপেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। এই ফাইবার হজম করতে বেশি সময় নেয়। যে কারণে পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকে। একটি আপেল খেয়ে তাই আপনি অনেকক্ষণ ক্ষুধা থেকে যেমন দূরে থাকবেন তেমনি বেশি খাবারের জন্য ওজন বাড়ার ভয়ও থাকছে কম।
মুগ ডাল
মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি ও ই। এতে আরও রয়েছে ক্যালশিয়াম, আয়রণ ও পটাশিয়াম। প্রোটিন এবং ফাইবার রিচ খাবার হওয়ায় আপনি যদি এক বাটি মুগ ডাল খান তাহলে দেখবেন পেট অনেকক্ষণ ভর্তি থাকবে।
টোম্যাটো
টোম্যাটো খাওয়ার ফলে শরীরে কোলেসিসটোকিনিন নামের একটি হরমোন নিঃসৃত হযয়ে থাকে, যা স্টম্যাক এবং ইনটেস্টাইনের মধ্যে যে ভাল্ভ আছে তা টাইট করে দেয়। যে কারণে পেট ভর্তি লাগে। আর তাই অনায়াসেই অতিরিক্ত খাওয়া এড়িয়ে যাওয়া সম্ভবপর হয়ে থাকে। প্রয়োজনের অতিরিক্ত না খেলে ওজন কম থাকে এটিই স্বাভাবিক ব্যাপার।
ফুলকপি
ফুলকপির নাম শুনে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এই ফুলকপিও ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে থাকে। ফুলকপিতে লো ক্যালোরি খাবার হওয়ায় এতে ফাইবারও রয়েছে প্রচুর। যে কারণে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। ফুলকপিতে আরও রয়েছে ইন্ডোল, গ্লুকোসাইনোলেট ও থায়োসাইনেট যা শরীর থেকে টক্সিন বের করতে বিশেষভাবে সাহায্য করে থাকে।
রসুন
রসুন ওজন কমাতে সাহায্য করে! তবে আশ্চর্য হবেন না, এটিই সত্যি। রসুনে মজুত অ্যালিসিন উচ্চ কোলেস্টেরল এবং ইনসুলিন নিয়ন্ত্রণ করার পাশাপাশি ব্লাড শুগার কমিয়ে থাকে। রসুন অ্যাপেটাইট কনট্রোল করতেও বিশেষ উপযোগী। যে কারণে ওজন খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়।