দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের সতর্ক পর্যবেক্ষণ করছে। মোদির জয় বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
ভারতের নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে দেখা যায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আর সেই সুবাদে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়াকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মোদিকে অভিনন্দন জানিয়েছেন। তবে আমাদের দেশের রাজনীতিবিদরা সতর্ক আলোচনা করছেন। রাজনীতিবিদদের মধ্যে একেক জন একেক মত পোষণ করেছেন। কেও এটিকে খুব স্বাভাবিকভাবে নিয়ে মনে করে, নতুন সরকার প্রতিবেশি রাষ্ট্রটির সঙ্গে পূর্বের ন্যায় সুসম্পর্ক বজায় রাখবেন। আবার অনেকেই বেশ আশংকাও প্রকাশ করেছেন। বিশেষ করে নির্বাচনকালীন মোদির কিছু বক্তব্য রাজনীতিবিদদের চিন্তিত করে তোলে। তবে অনেকেই এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। তারা বলছেন, এটি রাজনৈতিক বক্তব্য ছিল। দেশ পরিচালনার ক্ষেত্রে এটিতে কোনোই প্রভাব পড়বে না।
এবারের নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিশ্বজুড়ে ভারতকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা থেকে শুরু করে প্রায় রাষ্ট্রই ভারতের নির্বাচনের ফলাফলে প্রাথমিক মতামত দিয়েছেন।
বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ নিরঙ্কুশ জয়ের পর নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। আজ প্রধানমন্ত্রী মনমোহন সিং পদত্যাগ করবেন। আগামী ২১ মে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেস তাদের পরাজয় মেনে নিয়ে মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ‘ভারতের পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে একটি ছকে বাধা। আর তাই যে সরকারই ক্ষমতায় আসুক না কেনো এর বাইরে যাওয়ার তেমন সুযোগ নেই।’ মোদি সরকারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিজনেস ম্যান থেকে শুরু করে ভারতের নতুন প্রজন্মকে মোদি উন্নয়নের নতুন এক বার্তা পৌঁছে দিতে সমর্থ হয়েছেন বলেই তাঁর বিজয় সূচিত হয়েছে এমন ধারণা বিশ্লেষকদের। তবে বিশ্লেষকরা মনে করেন যে, ভারতের নতুন সরকার গঠনের ফলে বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।