দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতোমধ্যে দারুণ জনপ্রিয়তা পাওয়া Android ও iOS উভয় প্ল্যাটফর্মের ফ্রি গেম Grid Puzzle এর নতুন আপডেট এসেছে, আজ আমরা গেমটি সম্পর্কে বিস্তারিত জানবো।
Android ব্যবহারকারী
Google Play Store Link – http://bit.ly/GPTDTRA
iOS ব্যবহারকারী
Apple App Store Link – http://bit.ly/GPTDTRi
Grid Puzzle এমন একটি গেমস যেখানে আপনার জন্য রয়েছে অসংখ্য লেভেল পার হয়ে যাওয়ার স্বাধীনতা। এর জন্য আপনাকে কোন বাড়তি অর্থ ব্যয় করতে হবেনা। আপনার যা লাগবে তা হচ্ছ ক্ষুরধার মস্তিষ্ক! Grid Puzzle এমন একটি লজিক গেম যেখানে প্রতিটি লেভেল পার হওয়ার সাথে সাথে আপনার মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়মিত বাড়তে থাকবে।
Grid Puzzle এর নতুন আপডেটে আপনি পাচ্ছেন আগের চেয়ে আরো সুন্দর গ্রাফিক্স, মিউজিক এবং কোন লেগ বা হাং ছাড়াই নিশ্চিন্তে খেলে যাওয়ার অনুভূতি। নতুন আপডেটে আপনি পাচ্ছেন Game center, Achievement, Leaderboard এর মত কিছু সুবিধা।
আপনি Achievement এ দেখতে পাবেন প্রতিটি Grid Puzzle ধাপ অতিক্রমের ক্ষেত্রে আপনার দক্ষতা। এক্ষেত্রে আপনার দ্রুততা এবং সময় কম নিয়ে সঠিক ভাবে Grid এবং Puzzle মিলাতে পারার উপর আলাদা র্যাঙ্ক দেখতে পাবেন আপনি। নীচের ছবিতে দেখুন।
Leaderboard এ দেখতে পাবেন Grid Puzzle গেমটি এখন পর্যন্ত যারা খেলেছেন তাদের মাঝে সর্বোচ্চ স্কোরার, এক্ষেত্রে আপনি আজকে দিনে কে কে, কত কম সময়ের মাঝে Puzzle সম্পূর্ণ করতে পেরেছে তাও দেখে নিতে পারবেন। এছাড়াও প্রতি সপ্তাহের সবচেয়ে ভালো খেলোয়াড় আপডেটও আপনি জানতে পারবেন।
এছাড়াও নতুন ভার্সনে আপনি পাচ্ছেন গেমটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে খেলার স্বাধীনতা, তাছাড়া একের অধিক প্রোফাইল নিয়ে খেলার স্বাধীনতাতো আছেই! তাছাড়া রয়েছে মাই সার্কেল নামের বিশেষ অপশন, যেখানে আপনার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যদি Grid Puzzle খেলে থাকে তাদের আপডেট!
এবার চলুন জেনে নেয়া যাক গেমটি খেলার ক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাচ্ছেনঃ
Grid Puzzle অ আছে দুটি আলাদা মুড, এছাড়া আপনি কুইক মুডে খেলতে চাইলে পাচ্ছেন চার ধরণের অপশন। নীচের ছবিতে দেখুন।
গেম শুরুর আগে নতুনদের জন্য রয়েছে সম্পূর্ণ টিউটোরিয়াল। এক্ষেত্রে ভার্চুয়াল গেম বিশেষজ্ঞ ড: ন্যানো আপনাকে Grid Puzzle এর সম্পূর্ণ বিষয়টি ধাপে ধাপে বুঝিয়ে দিবে।
এ ছাড়াও প্রতিটি পর্ব শেষে আপনি দেখতে পাবেন বিখ্যাত ব্যক্তিদের বানী! যা থেকে আপনি আপনার মনোবল বাড়িয়ে নিতে পারবেন।
কেন খেলবেন এই গেম?
এই প্রশ্নের উত্তর অনেকটাই উপরে বলা হয়েগছে, তাও Grid Puzzle বিষয়ে যদি বলতে হয় এটি এক কথায় একটি মানসিক বিকাশ সাধনকারী গেম। বিভিন্ন গেম আপনাকে আনন্দ দিবে, কিন্তু Grid Puzzle আপনাকে আনন্দ দেয়ার পাশাপাশি আপনার মস্তিস্কের ব্যায়াম করাতে সাহায্য করবে। আপনি দৈনিক একবার করে এই গেম খেললে আপনার মস্তিষ্ককে বিচক্ষণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে লজিক নিয়ে ভাবতে শিখাবেন। এছাড়াও এতো হাই ডেফিনেশান গ্রাফিক্স এবং সাউন্ডের গেম এন্ড্রয়েডে আপনি মাত্র ৯.১ মেগা বাইট সাইজে কোথাও পাবেন না। Grid Puzzle ডেভেলপার PGS বাংলাদেশের মানুষের কথা মাথায় রেখেই এর সাইজ এতটা কমের মাঝে রেখেছে।
কেনো খেলবেন না এই গেম?
যারা প্রথমেই এই গেম খেলতে চান, তাদের কে গেমটি খেলার নিয়ম রপ্ত করতে হবে। কারণ আপনি যদি সঠিক পদ্ধতি না জেনেই গেমটি খেলতে চান, তবে আপনি হতাশ হয়ে পড়বেন। তখনই আপনার মনে হবে এই গেম খেলা যাবেনা কারণ এটি অত্যন্ত কঠিন একটি গেম! একটা বিষয় আপনাকে বুঝতে হবে এটি একটি লজিক গেম, এটি খেলার জন্য আপনার মস্তিষ্ককে খেলাতে হবে। অতএব, আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে Grid Puzzle এর টিউটোরিয়ালটি দেখে নিন ভালোভাবে। তাহলেই এই মাইন্ড গেম খেলে আপনি আনন্দও উপভোগ করতে পারবেন।
তো আর দেরি কেনো? যারা এখনও ডাউনলোড করেন-নি তারা এখনই ডাউনলোড করে নিন নিচের লিংক থেকেঃ
Android ব্যবহারকারী – Google Play Store Link
iOS ব্যবহারকারী – Apple App Store Link
আবারও ধন্যবাদ এই গেমটির নির্মাতা Pechas Game Studio কে। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আমাদের আগের লেখাটি থেকে।