দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের ট্র্যাফিক নিয়ন্ত্রণে আছে আইন, তবে কে শুনে কার কথা? আইনের প্রয়োগ ঘটাতে নিয়মিত হিমশিম খেতে হয় ট্র্যাফিক বিভাগকে। ফলে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকার দক্ষিণ সিটি ট্রাফিক বিভাগ।
দক্ষিণ ট্রাফিক বিভাগ কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলো তারা রাস্তার ট্র্যাফিক আইন অমান্য না করার ক্ষেত্রে বাধ্য করতে কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে। সে সময় ব্যবস্থাটি কি তা না জানালেও এবার অনেকটা নীরবেই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন বেশ কিছু রাস্তায় বসাচ্ছে আধুনিক এন্টি রোড ক্রস পাসিং ডিভাইস বা আধুনিক ট্র্যাফিক স্পাইক।
মূলত এসব ডিভাইসে রয়েছে বেশ কিছু শলাকা। এসব শলাকা সঠিক পথে গাড়ি চলার ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি করেনা, তবে আপনি যখনি উল্টা পথে রাস্তায় গাড়ি চালাবেন আপনার গাড়ির চাকায় এসব শলাকা বিঁধে চাকা পাঙ্কচার হয়ে ক্ষতিগ্রস্ত হবে গাড়ির চাকা।
ঢাকা দক্ষিণ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলেন, আমরা অনেক ভাবে বলে বুঝাতে চেয়েছিলাম; তবে কে শুনে কার কথা? পাবলিক অপ্রয়োজনেই নিয়ম না মেনে উল্টা রাস্তায় গাড়ি ঢুকিয়ে দেয়। এতে অপ্রয়োজনীয় ট্র্যাফিক জ্যাম এর সৃষ্টি হয়। তাই বাধ্য হয়েই এই ব্যবস্থা নিতে হচ্ছে। আশাকরছি এতে উল্টা পথে গাড়ি চালনা সম্পূর্ণ বন্ধ হবে।
প্রাথমিক ভাবে হোটেল রূপসী বাংলা থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার সময় রমনা পার্কের অরুণোদয় গেটের উল্টোদিকে এবং রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার পর এবং যমুনার সামনে (বর্তমানে ফরেন সার্ভিস একাডেমি) বসানো হয়েছে এ প্রতিরোধ ডিভাইস।
শুক্রবার এই নতুন ট্র্যাফিক নিয়ন্ত্রক ডিভাইসের উদ্বোধন করেন পুলিশ মহাপদির্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।