দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ বাংলাদেশ সময় রাত ১টায় রয়েছে ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ ফেভারিট টিম ব্রাজিলের খেলা। আজ ব্রাজিলের খেলা বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশকেও মাতাবে। কারণ বাংলাদেশের ফুটবল দর্শকের মধ্যে প্রচুর সমর্থক রয়েছে ব্রাজিলের।
বিশ্বকাপের ব্রাজিল বনাম মেক্সিকোর খেলা ফ্রি সরাসরি দেখুন – DhakaTimes.com.bd/go/live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/
NokiaX – http://store.nokia.com/
ব্রাজিলের খেলা দেখার জন্য বাংলাদেশে আজে এক জোয়ার নামবে। বিভিন্ন স্থানে বড় স্ক্রিণের মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা থাকবে। বাংলাদেশের বেশির ভাগ দর্শক হয় আর্জেন্টিনা নয়তো ব্রাজিলের সমর্থক। অন্যান্য দলের সমর্থক রয়েছে খুব সামান্যই।
আজকের খেলা রয়েছে ব্রাজিল-মেক্সিকোর। উভয়ের আজ দ্বিতীয় ম্যাচ। মেক্সিকো প্রথম ম্যাচে ক্যামেরুনের সঙ্গে ১-০ গোলে জয় পেয়েছিল মেক্সিকো। আর তাই তাদের আজ জয় পাওয়াটা দরকার। অপরদিকে ব্রাজিল প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলো হারিয়েছিল। ব্রাজিল আগের খেলায় হলুদ কার্ড খেয়ে নেইমার বেশ শঙ্কিত। আজ নেইমারকে অনেক সাবধানে খেলতে হবে। যদিও প্রেসের সামনে মুখে নেইমার বলেছেন, ‘একটুও গা বাঁচিয়ে খেলবেন না তিনি। পরের ম্যাচে সাসপেনশনের সম্ভাবনাটা পাত্তা দেওয়ার সময় নেই তার।’ তবে সব কিছু পরিষ্কার হবে আজ রাতে তার মাঠে নামার পর।
যদি কোনো কারণে নেইমার থমকে যান, তবে তাতে কি যায় আসে! ওসকারসহ আরও দশজন মাঠেতো নামবেন। তারা তো বসে থাকবেন না। সবাইকেই ভালো খেলতে হবে- দেশের মানুষের মন জয় করা আর বিশ্বকাপ জিততে হলে এর কোনই বিকল্প নেই। তাই প্রায় নিশ্চিত করেই বলা হয় আজ মেক্সিকো্র বিপক্ষেও জয়আগ্রাসী খেলতে চাইবে ব্রাজিল। আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিল-মেক্সিকো এই দু্’দল এ যাবত মুখোমুখি হয়েছে ৩৮ বার। যার মধ্যে ব্রাজিল জিতেছে ২২ বার আর মেক্সিকো জিতেছে মাত্র ৬ বার।
আজ ব্রাজিলের ফুটবল স্টেডিয়াম থাকবে হলুদে ভরপুর। হলুদ জার্সি গায়ে খেলা দেখতে আসা হাজার হাজার সমর্থকদের নিয়ে খেলার মধ্যে মেক্সিকো কি-ই বা করতে পারবে। তবে সব কিছুই হবে খেলার মাঠে- আগে নয়। আজ বাংলাদেশ সময় রাত ১টায় সকলকে খেলা দেখার আমন্ত্রণ। দি ঢাকা টাইমস্ এর সরাসরি খেলা দেখতে আমাদের সঙ্গেই থাকুন।