দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেদারল্যান্ডের কোচ লুইস ফন গালের উপর বেজায় ক্ষেপেছেন ব্রাজিলিয়ান কোচ লুইস ফেলিপ স্কলারি। বিশ্বকাপের শিডিউলই ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে কার সঙ্গে খেলবে সে সুবিধা পাইয়ে দিয়েছে-ফন গালের এমন মন্তব্যে তাকে ‘স্টুপিড’ বলে আখ্যা দিয়েছেন স্কলারি।
গত কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে ফিফাকে নির্দিষ্ট করে ফল গাল বলেন, ফিফা ব্রাজিলকে সুবিধা পাইয়ে দিয়ে ‘নোংরা কূট খেলা’ খেলছে। ডাচ কোচের এই বক্তব্যকে ‘স্টুপিড ও অসুস্থ মানসিকতা’ আখ্যা দিয়ে স্কলারি বলেন, কেউ কেউ বলছেন আমরা পছন্দ করেছি কারা পরবর্তী রাউন্ডে আমাদের সঙ্গে খেলতে যাচ্ছে। এসব বক্তব্য যারা দিচ্ছেন তারা ‘স্টুপিড’ অথবা ‘অসুস্থ মানসিকতার’। আমি আবারও বলতে চাই তারা ‘স্টুপিড’ অথবা ‘অসুস্থ মানসিকতার’। তিনি আরও বলেন, বিশ্বকাপ বাছাইয়ে আমাদের কোয়ালিফাইং ম্যাচ খেলতে হয়েছে। আমরা প্রতিপক্ষ নির্ধারণ করি নি। এটা ফিফা নির্ধারণ করে থাকে। গত ২৩ জুন রাতে নেদারল্যান্ড চিলির মুখোমুখি গ্রুপ পর্বের তাদের শেষ ম্যাচে অংশগ্রহণ করেছে আর ব্রাজিল মুখোমুখি হয়েছে ক্যামেরুনের।
ব্রাজিলিয়ান কোচ সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা এমন কারো কথায় গুরুত্ব দিচ্ছেন যারা আজেবাজে কথা বলছে। এর আগে ফন গাল বলেন, আমার ধারণা ব্রাজিল নেদারল্যাল্ডসের মুখোমুখি হতে চায় না। আমরা অনেক গোল করেছি ম্যাচগুলোতে, এটা সত্য। আমরা অনেক ভালো গোলও করেছি-এটাও সত্য। গত বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় সেই ম্যাচে ব্রাজিল হেরে গিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে।
তথ্যসূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট