দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে আজকে মুখোমুখি হচ্ছে পর্তুগাল বনাম ঘানা এবং আমেরিকা বনাম জার্মানি। এই জি গ্রুপ থেকে এখনো কোন দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি।
পর্তুগালের জন্য আজ জয় ছাড়া উপায় নাই। এক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাপা ক্রসে গত ম্যাচে পর্তুগাল গোল করে খেলায় টিকে থাকলেও, রোনাল্ডোকে আরও ভাল খেলতে হবে। পর্তুগাল রোনাল্ডো নির্ভর দল হয়ে গিয়েছে। এটা জেনে তাকেই আজ সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ঘানার বিপক্ষে পর্তুগালের শুধু জিতলেই চলবে না, জয়ের ব্যবধানটা হতে হবে বড় এবং প্রার্থনা করতে হবে যেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের ম্যাচে কেউ হারে।
অপর ম্যাচে আমেরিকা বনাম জার্মানি মুখোমুখি হচ্ছে। আমেরিকা অবশ্য জার্মানির বিপক্ষে জিতলে তো বটেই এমনকি ড্র করলেও সরাসরি চলে যাবে নকআউট পর্বে। এদিকে আমেরিকানদের জন্য আশার কথা হলো হারলেও তারা নকআউট পর্বে যেতে পারবেন। তখন সমীকরণটা হবে এমন, যুক্তরাষ্ট্র যদি জার্মানির কাছে হেরে যায় আর ঘানা যদি পর্তুগালের কাছে হেরে যায় তবেও যুক্তরাষ্ট্র নকআউট পর্বে যাবে। আর হারলেও সুযোগ থাকবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে নির্ভর করতে হবে অন্য ম্যাচটির উপর। পর্তুগাল-ঘানার ম্যাচটি ড্র হলে হেরেও পরের রাউন্ডে খেলবে জার্মানি।
খেলাটি সরাসরি দেখুন – Go.DhakaTim.es/FWC14Live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/DhakaTimesWPApp
NokiaX – http://store.nokia.com/content/520905