দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের দিন, এখন তরমুজ পাওয়া যাচ্ছে বেশ। আপনি চাইলেই তরমুজ এবং দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন দুধ তরমুজ শরবত! কিভাবে? জানতে বিস্তারিত পড়ুন।
উপকরণঃ
– তরমুজ ১৫০ গ্রাম
– লেবু ১টা
– চিনি ১০ গ্রাম
– তরল দুধ ২০ মিলি লিটার
– ঠাণ্ডা পানি ২০ মিলিলিটার
প্রণালীঃ
-তরমুজ ভালো করে ধুয়ে খোসা ফেলে টুকরো করে নিন।
-ব্লেন্ডারে তরমুজ টুকরো দিন।
-এরপর লেবুর খোসা ও বিচি ফেলে লেবু দিয়ে ব্লেন্ড করুন।
-চিনি ও দুধ দিয়ে আবার ব্লেন্ড করুন।
-ছাকনি দিয়ে ছেকে গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।