দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপলের আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা নিজ নিজ ডিভাইস নিয়ে যেসব সমস্যায় পড়ে থাকেন তার মাঝে একটি হচ্ছে চার্জিং পোর্টে ময়লা জমা। আজ আমরা দেখবো কিভাবে খুব সহজেই ঠিক করে নেয়া যাবে এই সমস্যা।
অনেকেই ধারণা পোষণ করে থাকেন তাদের ডিভাইস নষ্ট হয়ে গেছে তাই এমন সমস্যা হচ্ছে কিংবা চার্জ হচ্ছেনা আসলে তা নয়। অনেক ক্ষেত্রে আইফোনের কিংবা আইপেডের স্লটে ময়লা বা ধুলাবালি ঢুকার কারণে এসব ডিভাইসে চার্জ সমস্যা দেখা দিতে পারে।
আপনার স্মার্টফন সব সময় আপনার পেকেটেই থাকে ফলে এর কেসিনে নানা ময়লা জমে, এর বিভিন্ন স্লটে প্রবেশ করে নানা ধুলা বালি কিংবা সুতা, এতে করে ওই সব স্লটে সঠিক ভাবে পিন কাজ করেনা। এসব সমস্যা থেকে মুক্তি পেতে মেকানিকের কাছে নিয়ে যেতে হয়। আপনি এই টিউটোরিয়ালটি দেখে নিজেই সহজে এই সমস্যা সমাধান করতে পারবেন।
তবে প্রথমেই আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তা হচ্ছে আপনাকে আপনার ডিভাইসের সকল তথ্য আপনার কম্পিউটার কিংবা ক্লাউডে ব্যাকআপ নিয়ে রাখতে হবে। এর পর নিচের ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরন করুন, নিজেই পারবেন সহজে আইফোনের চার্জ সমস্যা সামধান করতে।
http://youtu.be/nO3YgjGFJBo
সূত্র-সিনেট