দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কখনও যদি আপনি শোনেন শিশুর বয়স ১০০ বছর। তখন কি আপনি সেটি বিশ্বাস করবেন? হয়তো না। কিন্তু ঘটনাটি সত্যিই একটু ব্যতিক্রম। বয়স ১২ হলেও হ্যালি ওকিনস নামের শিশুটিকে দেখলে মনে হবে ১০০ বছর বয়সের শিশু!
একটি অনলাইন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মাত্র ১২ বছর বয়সী একটি শিশুকে দেখলে আপনি ১০০ বছর বয়সী মানুষ হিসেবেই মনে করবেন। প্রোগেরিয়া নামের এক ধরনের বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণে ১২ বছর বয়সী একটি শিশুর এমন অবস্থা হয়েছে। এই রোগে আক্রান্তদের শারীরিক গঠন এবং চেহারা হয়ে যায় অবিকল বৃদ্ধদের মতো। সারা বিশ্বে এই রোগে আক্রান্ত খুব স্বল্প সংখ্যক মানুষের মধ্যে যুক্তরাজ্যের এই শিশু হ্যালি ওকিনস একজন।
গত শনিবার তার জিসিএসই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে সবকটি বিষয়েই সে উত্তীর্ণ। হ্যালি ওকিনস মা বলেন, ‘আমি ওর এই ফলাফলে খুবই খুশি। আমি কখনও ভাবিনি সে প্রাথমিক বিদ্যালয় পার হতে পারবে।’ তিনি আরও জানান, ফলাফল শুনে ওকিনসও খুব খুশি হয়েছে। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সে আনন্দ করতে পারেনি।
জিসিএসই পরীক্ষায় পাশ করলেও পৃথিবীতে বেঁচে থাকার লড়াইয়ের পরীক্ষায় পাশ করতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। কারণ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ওকিনসকে নামতে হয়েছে রোগের সঙ্গে এক মহা লড়াইয়ে। চিকিৎসকরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওকিনসের ১২ হতে ১৩ তে পা দেয়ার সম্ভাবনা নাই। তাবুও তার মা-বাবা চেষ্টা করে যাচ্ছেন হ্যালি ওকিনসকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত কি জয় হবে তার বাবা-মায়ের?