দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি চাইলে আপনার কম্পিউটার শুদ্ধ উচ্চারণে আপনার সাথে কথা বলবে, কিভাবে? হ্যাঁ আজ আমরা জানবো কিভাবে আমাদের কম্পিউটারকে আমরা কথা বলাতে পারবো সেই বিষয়ে।
আমাদের কম্পিউটার আমরা চাইলেই কথা বলবে, এক্ষেত্রে আমাদের শুধু ছোট একটি স্ক্রিপ্ট লিখতে হবে। এবং এটা লেখা হয়ে গেলেই সঠিক ভাবে সেভ করলে স্বয়ংক্রিয় ভাবেই আপনি যাই লিখবেন আপনাকে কম্পিউটার তাই বলে শোনাবে।
কম্পিউটারকে কথা বলাতে হলে আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রথমে কম্পিউটারের একটি টেক্সট ডকমেন্ট ফাইল ওপেন করুন। এর জন্য আপনাকে ডেক্সটপে মাউসের ডান পাশের বতাম টিপে সেখান থেকে ওপেন টেক্সট ডকোমেন্টে ক্লিক করতে হবে। নিচের ছবির মত।
এবার টেক্সট ডকমেন্ট চলু হলে আপনাকে সেখানে নিচের ছবির মত করে লিখতে হবেঃ
Dim Message, Speak
Message=InputBox(“Enter text”,”Speak”)
Set Speak=CreateObject(“sapi.spvoice”)
Speak.Speak Message
এবার আপনাকে যা করতে হবে তা হচ্ছে উপরে সেভ এজ থেকে আপনার ডেক্সটপে ডকোমেন্টটিকে Speak.vbs কিংবা আপনার পছন্দের নাম পরে ফাইল এক্সটেনশন হিসেবে .vbs দিয়ে ফাইল টাইপ হিসেবে All Types দিয়ে সেভ করতে হবে। ব্যস হয়ে গেলো এবার আপনি ডেক্সটপে এসে Speak.vbs ফাইলটি ডাবল ক্লিক করলেই নিচের ছবির মত একটি পর্দা আসবে।
এখানে আপনি যাই লিখবেন এবং লিখে এন্টার চাপ দিবেন আপনার কম্পিউটার তাই আপনাকে বলে শুনাবে। এই পদ্ধতি উইন্ডোজ ৭ থেকে শুরু করে উইন্ডোজ ৮.১ সব অপারেটিং সিস্টেমে কাজ করবে।