দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তথ্য প্রযুক্তি যতই মানুষের হাতের নাগালে আসছে ততই বাড়ছে উন্মাদনা। এবার উন্মাদনা শুরু হয়েছে আইফোন সিক্স নিয়ে। আইফোন সিক্স কিনতে প্রেমিকাকে ভাড়া দিয়েছে এক প্রেমিক! ঘটনাটি ঘটেছে চীনে।
সারাবিশ্বেই তথ্য প্রযুক্তির বদৌলতে চলছে নানা ধরনের উন্মাদনা। আধুনিকতার পাশাপাশি তথ্য প্রযুক্তির উৎকর্ষে এসে এর মাত্রা আরও বেড়েছে। বিশ্বের নামি-দামি কোম্পানিগুলোও এই সুযোগ নিচ্ছে। বর্তমানে খ্যাতিসম্পন্ন কোম্পানির মধ্যে অ্যাপল পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। অ্যাপল যখন যে পণ্য বাজারে ছাড়ছে, সেগুলোর দিকেই মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। সাম্প্রতিক সময়ে আইফোন এই উন্মাদনার এক বড় মাধ্যম হয়েছে। আইফোন নিয়ে তাইতো উন্মাদনায় নানা ঘটনা ঘটেই চলেছে। আইফোন সিক্স বাজারে আসার আগেই শুরু হয়েছে এই প্রতিযোগিতা। চীনে ঘটলো এমনই এক ঘটনা। আইফোন সিক্স কেনার অর্থ সংগ্রহে মরিয়া এক তরুণ প্রেমিক তার নিজের প্রেমিকাকে ভাড়া দিতে চান। এমন আজব ঘটনা ঘটেছে চীনের সাংহাইতে।
যুক্তরাজ্যের মিরর অনলাইনের খবরে বলা হয়, চীনের সোংজিয়াং ইউনিভার্সিটির সামনে ‘গার্লফ্রেন্ড শেয়ার’ বিজ্ঞাপনের প্ল্যাকার্ড হাতে এক প্রেমিককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ওই খবরে বলা হয়েছে, আইফোন সিক্স কেনার জন্য নিজের প্রেমিকাকে ভাড়া দিতে চান প্ল্যাকার্ড হাতে ওই তরুণ। ওই প্ল্যাকার্ডে ঘণ্টা, দিন অথবা মাস কাওয়ারি চুক্তিতে তার প্রেমিকাকে ভাড়া দেওয়ার কথা লেখা ছিল। শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ‘কেবল প্রেমিকের উপস্থিতিতে প্রেমিকার সঙ্গে আগ্রহীরা খাওয়া-দাওয়া বা পড়াশোনা বিষয়ে ডেট করতে পারবেন।’
সংবাদ মাধ্যম আরও বলেছে, প্ল্যাকার্ডে প্রেমিকটি তার প্রেমিকার নাম, ছবি, উচ্চতা, এমনকি ওজনসহ নানা তথ্য উল্লেখ করেছেন। আর নিজের প্রেমিকা ভাড়া দেওয়ার ক্ষেত্রে ঘণ্টাপ্রতি উল্লেখ করেছে ১০ চায়নিজ ইয়েন (বাংলাদেশী টাকায় যা প্রায় ১৩০ টাকা), দিনপ্রতি ৫০ ইয়েন (বাংলাদেশী টাকায় প্রায় ৬৫০ টাকা) ও মাসপ্রতি ৫০০ ইয়েন (বাংলাদেশী টাকায় প্রায় ৬ হাজার ৫০০ টাকা)।
আইফোন সিক্স ও সিক্স প্লাসের ঘোষণা দেওয়া হয় ৯ সেপ্টেম্বর এবং ১২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রি-অর্ডার শুরু হয় যার বিতরণ শুরু হয় ১৯ সেপ্টেম্বর থেকে।
উল্লেখ্য, আইফোন নিয়ে এই ধরনের আজব ঘটনা চীনে আগেও ঘটেছিল। সেবার আইফোনের জন্য নিজের কিডনি বিক্রি এবং সন্তান বিক্রির ঘটনারও নজির রয়েছে চীনে।