দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক বর্তমানে একাই রাজত্ব করছে অনলাইনে। সাথে টুঁইটার থাকলেও প্রতিযোগিতায় অনেক এগিয়ে আছে ফেসবুক। এবার ফেসবুককেই চ্যালেঞ্জ জানাতে আসছে একজন সাইকেল ব্যবসায়ীর সাইট এল্লো! বিবিসি এমনটাই বলছে তাদের প্রতিবেদনে।
ইতোমধ্যে এল্লো নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সমূহ তাদের বিশ্লেষণে বলছেন এই সাইট ফেসবুকের বিকল্প হতে পারে। এই সাইটের মালিকের নাম পল বাডনিটজ, তিনি একজন সাইকেল দোকানী, তার এই সাইট বানানোর পেছনে মুল উদ্দেশ্য হচ্ছে একে তিনি বিজ্ঞাপনের কাজে ব্যবহার না করে ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগের সুযোগ করে দিতে চান।
বিজ্ঞাপন ছাড়া কিভাবে চলবে এই সাইট এমন প্রশ্নের জবাবে পল বাডনিটজ জানান, আমরা কিছু ফিচার রাখবো যা ব্যবহারকারীরা চাইলে কিনে ব্যবহার করতে পারেন। এখান থেকেই আসবে আমাদের প্রধান ইনকাম।
এদিকে ওয়েব সাইটে নিবন্ধন করতে হলে এর সাইটে গিয়ে আপনার ইমেইল আইডি দিয়ে আসতে হবে, এল্লো আপনাকে পরবর্তীতে আমন্ত্রণ জানাবে। এলো দাবি করছে এরোই মাঝে অসংখ্য ব্যবহারকারী এই সাইটে নিবন্ধন পেতে আবেদন করেছে। প্রতি ঘন্টায় তারা ৩১ হাজার পর্যন্ত আবেদন গ্রহন করছেন।
বিভিন্ন বিশ্লেষণী সাইট বলছেন বর্তমানে এল্লো যে অবস্থায় আছে এতে তারা কোন অবস্থাতেই ফেসবুকের সাথে প্রতিযোগিতা করতে পারবেনা, তবে তারা আরো আপডেট হলেই কেবল ফেসবুকের সাথে নিজেদের প্রতিযোগী হিসেবে দাবি করতে পারে। এল্লো অবশ্য বলছে আমরা ফেসবুক কে একটা বিজ্ঞাপনী সাইট হিসেবেই দেখি, এল্লো কিন্তু তা না, এলো এখানে কোন বিজ্ঞাপন দিবেনা তবে আমাদের ফিচার থাকবে যা ব্যবহার করতে ব্যবহারকারীরা চাইলে টাকা দিতে পারেন।
সূত্র- বিবিসি