দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সকলেই জানি ইসলাম হলো শান্তির ধর্ম। আর একেকজন মানুষের ধর্ম হলো তার ব্যক্তিগত বিষয়। এরিমধ্যে অনেকেই ইসলাম ধর্মে ভাবার্থে মুগ্ধ হয়ে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো আজকে আমরা এমন কিছু তারকার কথা আপনাদের সামনে তুলে ধরবো।
১. ধর্মেন্দ্র
একসময়ের বলিউড রোমান্টিক আর অ্যাকশন সুপারস্টার ধর্মেন্দ্রর প্রকৃত নাম ধরম সিং দেওল। তিনি ১৯৭৯ সালে বলিউডের ড্রিমগার্ল হেমামালিনীকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হেমামালিনীকে বিয়ের আগেও তার বিয়ে হয়েছিল। সে স্ত্রীর নাম প্রকাশ কর।
২. শর্মিলা ঠাকুর
২০১৩ সালে ভারতীয় সরকারের পদ্মভূষণ পদকপ্রাপ্ত একসময়ের কলকাতা আর বলিউড মুভির হার্টথ্রব নায়িকা শর্মিলা ঠাকুরের জন্ম একটি হিন্দু পরিবারে। তিনি প্রেমে পড়েন ভারতীয় ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদির। সে কারণে বিয়ে করার জন্য ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন শর্মিলা ঠাকুর।
৩. মাইকেল জ্যাকসন
প্রযোজক বন্ধু গীতিকার ডেভিড ওয়ান্সবাই আর ফিলিপ বুবালেনের অনুপ্রেরণায় ইসলাম ধর্ম গ্রহণ করেন মাইকেল জ্যাকসন। নিজের নাম পাল্টিয়ে রাখেন মিখায়েল। ইসলাম ধর্ম গ্রহণের আগে নিজের উচ্ছৃঙ্খল জীবন নিয়ে বেশ সমস্যায় পড়ে যান মাইকেল। তখন তার এই বন্ধুরা জীবনকে নতুনভাবে সাজাতে ইসলাম ধর্ম গ্রহণের পরামর্শ দেন।
৪. হ্যান্স রাজ হ্যান্স
আজা নাচলে, দিল টোটে টোটে এর মতো দেশ কাঁপানো হিন্দি গানের শিল্পী ছিলেন হ্যান্স রাজ হ্যান্স। সুফী গানের প্রতি তার একটি আলাদা দুর্বলতা ছিল সেই দুর্বলতা থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন হ্যান্স রাজ হ্যান্স। হ্যান্স রাজ হ্যান্স জন্মসূত্রে একজন শিখ।
৫. অমৃতা সিং
১৯৮৩ সালের বলিউড কাঁপানো হিন্দি মুভি বেতাবের নায়িকা ছিলেন অমৃতা সিং। এরপর আরো করেন মার্দ আর সাহেবের মতো ব্যবসাসফল সিনেমা। প্রেমে পড়েন বলিউড অভিনেতা সাইফ আলি খানের। আর সেই কারণেই ইসলাম ধর্ম গ্রহণ করেন অমৃতা সিং। ২০০৪ সালে সাইফের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে অমৃতা সিং এর।
৬. জুভান শঙ্কর রাজ
জুভান শঙ্কর রাজের জন্ম একটি কট্টরপন্থী হিন্দু পরিবারে। তিনি তামিল চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় গীতিকার ও সুরকার। তার মা মারা যাওয়ার পর তিনি বেশ ভেঙ্গে পড়েন। এই সময় তার বন্ধু তাকে হজ থেকে ফিরে এসে একখানা জায়নামাজ উপহার দেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া জুভানের ভাষ্যমতে, এই জায়নামাযে বসার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার অনুপ্রেরণা পান।
৭. এ আর রেহমান
অস্কারজয়ী এই ভারতীয় সংগীতশিল্পী ইসলাম ধর্ম গ্রহণ করেন ১৯৮৯ সালে। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর তার নাম রাখা হয় আল্লা রাখা রেহমান। তবে তিনি এ আর রেহমান নামে বেশি পরিচিত। তার আগের নাম ছিল দীলিপ কুমার।
তথ্যসূত্রঃ টাইমসঅবইন্ডিয়া