দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাতের পর জেলগেটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আইনজীবি শিশির মনির বললেন, ‘রিভিউ নিষ্পত্তির হওয়ার পর রাষ্ট্রপতির কাছে ক্ষমার ব্যাপারে সিদ্ধান্ত’।

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আইনজীবি শিশির মনির সাংবাদিক বলেছেন, কামারুজ্জামানের রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পর রাষ্ট্রপ্রতির কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ শেষে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আইনজীবি শিশির মনির আরও বলেন, রিভিউ আবেদন একটি সাংবিধানিক অধিকার। কামারুজ্জামানকে এই অধিকার দিতে হবে।
আজ বৃহস্পতিবার ১০টার পর ৪ আইনজীবী অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট শিশির মনির, অ্যাডভোকেট এস এম সিদ্দিক ও অ্যাডভোকেট মতিউর রাহমান আকন্দ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান।
উলেস্নখ্য, ২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ৩ নভেম্বর আপিলের চূড়ান্ত রায়েও ফাঁসির আদেশ বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।