দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশী এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরীন এবার ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রী হয়েছেন। তিনি সর্বকনিষ্ঠ বাংলাদেশী ও দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহন করতে সক্ষম হন।
নারীর ক্ষমতায়নের জন্য ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রীর খেতাব পেয়েছেন এভারেস্টজয়ী বাংলাদেশী ওয়াসফিয়া নাজরীন। তিনি বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহন করতে সক্ষম হন।
৭ নভেম্বর ন্যাশনাল জিওগ্রাফি বর্ষসেরা অভিযাত্রীর খেতাব দেয় এই বাংলাদেশী নারীকে। এদিন ন্যাশনাল জিওগ্রাফির ওয়েবসাইটে বর্ষসেরা অভিযাত্রীদের তালিকাও প্রকাশ করা হয়। দুঃসাহসী অভিযানের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিজের অঙ্গীকার এবং কর্মতৎপরতার জন্য বাংলাদেশী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীনকে ২০১৪ সালের অন্যতম বর্ষসেরা হিসেবে মনোনীত করা হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফি প্রতিবছর বিভিন্ন ক্ষেত্র হতে দশজনকে বর্ষসেরা পুরষ্কারের জন্য মনোনীত করে থাকে।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ জুন দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট চূড়ায় উঠেন ওয়াসফিয়া নাজরীন। এর আগে অপর বাংলাদেশী প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার।