দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ বুধবার ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ হ্যাপির ফরেনসিক রিপোর্ট প্রকাশ করেছে। এতে ফেঁসে যেতে পারেন ক্রিকেটার রুবেল।
মডেল ও চিত্রনায়িকা হ্যাপির দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন ফেঁসে যেতে পারেন! কারণ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বুধবার ফরেনসিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে হ্যাপির সঙ্গে কোনো পুরুষের শারীরিক সম্পর্কের আলামত পাওয়া গেছে।
এ খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের দায়িত্বশীল একটি সূত্র। হ্যাপির মামলা দায়ের এবং ফরেনসিক পরীক্ষার পর কয়েকদিন ধরেই জনমনে প্রশ্ন দেখা দেয় নানা প্রশ্ন।
আজ বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাবীবুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, ‘ফরেনসিক প্রতিবেদন আজ বুধবার মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই প্রতিবেদনে হ্যাপি একজন পুরুষের সঙ্গে শারীরিক মেলামেশা করেছেন- এমন তথ্যই পাওয়া গেছে। তবে কার সঙ্গে সেটি একমাত্র ডিএনএ পরীক্ষা ছাড়া বলা যাবে না।’
কেও কি রুবেলের পক্ষ হয়ে রিপোর্ট প্রভাবিত করার চেষ্টা করেছেন? এমন এক প্রশ্নের জবাবে হাবীবুজ্জামান বলেন, ‘না, এমন কেও আসেননি যিনি হ্যাপির রিপোর্ট পাল্টে দেওয়ার জন্য বলেছেন অথবা চেষ্টা করেছেন। আর যদি কেও বলতেনও তাহলে সেটাও এক্ষেত্রে কোনো কাজে আসতো না। কারণ, একটি বিশেষ বোর্ড গঠনের মাধ্যমে হ্যাপির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।’
আজ বুধবার দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে মিরপুর থানা পুলিশের হাতে হ্যাপির ফরেনসিক প্রতিবেদনের কপি তুলে দেওয়া হয়েছে। এখন এই মামলার যাবতীয় কার্যক্রম মিরপুর থানা গ্রহণ করবে। মিরপুর থানা সুত্র বলেছে, ফরেনসিক বিভাগ হতে প্রতিবেদন হাতে এসেছে। এখন তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মডেল ও চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। হ্যাপিকে সেদিনই ভিকটিম সেন্টারে নিয়ে বিভিন্ন পরীক্ষার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিয়ে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মামলার পর মোবাইলে কথপোকথনের অডিও রেকর্ড প্রকাশ ও নানা মুখরোচক খবর প্রকাশিত হয়ে আসছে।