দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিরিয়ার বিদ্রোহীরা এবার ১৩ শতকের সমাধি গুঁড়িয়ে দিয়েছে! সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধরত আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল নুসর ফ্রন্ট এই ঘটনা ঘটিয়েছে।
সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধরত আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল নুসর ফ্রন্ট ১৩ শতকের একটি সমাধি গুঁড়িয়ে দিয়েছে। ওই সমাধিটি ছিল মধ্যযুগের একজন বিখ্যাত ইসলামি দর্শনিকের।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গত বুধবার আল নুসর ফ্রন্টের হামলা চালালে ১৩ শতকের ইসলামী চিন্তাবিদ ইমাম নববির সমাধিটি ধ্বংস হয়ে যায়।
ঐতিহাসিক স্থান এবং বিশ্ব ঐতিহ্য ধ্বংসের জন্য কঠোর নিন্দা জানিয়েছে সিরিয়া সরকার। হামলাকারীদের কঠিন জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সিরিয়া সরকার।
উল্লেখ্য, ডিসেম্বরে জাতিসংঘ প্রকাশিত একটি প্রতিবেদনেও দেখা যায় যে, সিরিয়া যুদ্ধে দেশটির ২৯০টি ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়। এসব ধ্বংসাবশেষের আবার কয়েকটি বিশ্ব ঐতিহ্যের অংশ।