দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইএস নতুন করে হত্যাযজ্ঞ শুরু করেছে। নতুন করে আইএস ২০ জন বেসামরিক লোককে হত্যা করেছে। বিভিন্ন নৈতিক অনাচারের দায়ে দণ্ডাদেশ কার্যকর করতে এসব মানুষকে হত্যা করা হয় বলে দাবি আইএসের।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নতুন করে আবার ২০ জন বেসামরিক লোককে হত্যা করেছে। বিভিন্ন নৈতিক অনাচারের দায়ে দণ্ডাদেশ কার্যকর করতে এসব মানুষকে হত্যা করা হয় বলে দাবি এই সংগঠনটির। তারা ছবিও প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সমকামিতা, ব্যভিচারসহ বিভিন্ন অভিযোগে আইএসের জঙ্গিরা অন্তত ২০ জনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করে।
আইএসের প্রকাশ করা এসব ছবি এবং বিবরণ অনুসারে, সমকামিতার অভিযোগে দুজন পুরুষকে উঁচু ভবন হতে নিচে ফেলে তাদের নিজস্ব রীতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে আইএস। ব্যভিচারের অভিযোগে এক নারীকে পাথর ছুড়ে হত্যা করে আইএস। আইএসের প্রকাশ করা ছবিতে দেখা যায় যে, তাদের রীতিতে অভিযুক্ত ওই ২ ব্যক্তি আকাশছোঁয়া উঁচু এক টাওয়ারের শীর্ষে রয়েছে। আরেকটি ছবিতে দেখা যায় যে, দুজনের একজন নিচের দিকে পড়ছে। আর তা দেখছে কিছু মানুষ। আবার অপর এক ছবিতে দেখা যায়, ওই দুজনের মৃতদেহ পড়ে রয়েছে টাওয়ারের নিচে।