দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেন্সরে জমা পড়েছে মৌসুমীর ‘ব্ল্যাকমেইল’। অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবির কাজ শুরু হয়েছিল গত বছরের মাঝামাঝিতে।
ছোট পর্দার মৌসুমী হামিদ বড়পর্দায় নিজেকে জায়গা করে নিতে অভিনয়ে আসেন। খুব কম সময়ে ছবিটির কাজও শেষ হয়েছে। লাক্স সুন্দরী মৌসুমী হামিদ চুক্তিবদ্ধ হন অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিতে। ‘ব্ল্যাকমেইল’ ছবির কাজ শুরু হয় গত বছরের মাঝামাঝিতে।
সম্প্রতি পোস্ট প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিটির কাজ শেষ করে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলনের বিপরিতে অভিনয় করবেন নায়িকা ববি ও মৌসুমী হামিদ। ছবিতে ব্ল্যাক মেইলার হিসেবে দেখা যাবে ববি এবং মৌসুমী হামিদকে। মিলনকে ব্ল্যাকমেইল করতে গিয়েই ঘটনা মোড় নেবে অন্য একদিকে। অ্যাকশনের পাশাপাশি ছবিতে রোমান্সও রয়েছে।
নির্মাতা বলেছেন, ‘ছবিটি বর্তমানে সেন্সরে জমা পড়েছে। সেন্সর সনদ পাওয়ার পরপরই ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হবে। একটু ভিন্ন টাইপের গল্প বলার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। দুর্দান্ত অ্যাকশন যেমন রয়েছে, ঠিক তেমনি দর্শকরা রোমান্টিকতাও খুঁজে পাবেন।’
ছোট পর্দার মৌসুমী হামিদকে বড় পর্দায় কেমন লাগবে সেটি দেখার অপেক্ষায় রয়েছে তার ভক্ত অনুরাগীরা।