দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীর রামপুরায় ঝিলপাড়ে টিনের দোতালা ঘর দেবে ৭ জনের মৃত্যু ঘটেছে। সেখানে আরও লাশ পাওয়া যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
রাজধানীর রামপুরায় ঝিলপাড়ে একটি টিনশেড দোতলা ঘর দেবে যাওয়ায় অন্তত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধারকাজ পরিচালনা করছেন। ঝিলের ওপর বানানো ঘরটি আজ বুধবার বিকেলে দেবে যায়। মৃতদেহগুলো উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলো- হারুণ অর রশিদ (৫৬), মিজানুর রহমান (৩৮), নিজাম (৪০), সাইফুল ইসলাম (৩০), কল্পনা আক্তার (১৫), রোকসানা (১৯) এবং সাজেদা খাতুন (২৪)।
জানা গেছে, ঝিলপাড়ে বাঁশের খুঁটি দিয়ে গড়া দোতালা ঘরটি পানিতে দেবে যাওয়ার পর হেলে পড়ে। রামপুরা বৌবাজার এলাকায় আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখনও উদ্ধার কাজ চলছে।