দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দেশীয় চলচ্চিত্রগুলো বেশ তরিৎ কাজ হচ্ছে। ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে ‘ষোল আনা প্রেম’ ছবির। এখন শুধুই মুক্তির অপেক্ষা।
সাইমন সাদিক ও নবাগত তানি জুটি বেঁধেছেন ‘ষোল আনা প্রেম’ ছবিতে। ছবিটি বিভিন্ন লোকেশনে শুটিং শেষ করে এখন সেন্সর ও মুক্তির অপেক্ষায় রয়েছে। নবাগত হলেও তানি বেশ ভালো অভিনয় করেছেন এমনটিই জানা গেছে প্রযোজনা সংস্থা হতে।
বিদ্যুৎ পরিচালিত ‘ষোল আনা প্রেম’ ছবির শুটিংয়ের সব কাজ গত বছর শেষ হলেও পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি ছিল। সে কাজটুকুও শেষ হয়েছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক।
প্রেম ও অ্যাকশনধর্মী ‘ষোল আনা প্রেম’ ছবিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নবাগত তানি, নিরজনা, কাজী হায়াৎ, মিজু আহমেদ, শাঙ্কু পাঞ্জা, সুবর্ত, রেবেকা ও আলেকজান্ডার বো প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন- ইনামুল হক সোহেল, মিথি ফিল্মস ও ত্রিভুজ কথাচিত্র প্রযোজিত ‘ষোল আনা প্রেম’ ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি।