দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি পশ্চিম জার্মানির একটি গভীর হ্রদের ওপর নির্মিত এক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জার্মানির ঝুলন্ত সেতু খুলে দেওয়া হয়েছে।
![প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জার্মানির ঝুলন্ত সেতু খুলে দেওয়া হলো [ভিডিও] 1 hanging bridge was opened in Germany](https://thedhakatimes.com/wp-content/uploads/2015/10/hanging-bridge-was-opened-in-Germany-600x400.jpg)
পশ্চিম জার্মানির একটি গভীর হ্রদের ওপর নির্মিত এক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জার্মানির ঝুলন্ত সেতু খুলে দেওয়া হয়েছে। গভীর হ্রদ হতে ৩শ’ ফুট উঁচুতে প্রায় ১২শ’ ফুট লম্বা এই ঝুলন্ত সেতুটি তৈরি করা হয়েছে।

সাহসী মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লুক্সেমবার্গের সীমান্তবর্তী এলাকায় নির্মিত এই ঝুলন্ত সেতুটি। গত রবিবার সেখানকার সাপ্তাহিক ছুটির দিনে উদ্বোধনের পর প্রথমবারের মতো এই সেতুটি পাড়ি দিলেন কয়েক হাজার সাহসী পর্যটক। এর পর থেকে প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে। যাদের সাহস কম তরা দূর থেকে দেখতে আসছেন এই সেতুটি। বর্তমানে এটি পর্যটকদের জন্য প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। এক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা।
দেখুন ঝুলন্ত সেতুটির ভিডিও