দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের সুধাকর ইয়াদভ নামে এক ব্যক্তি বিশ্বের সবচেয়ে বড় গাড়ি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টা করছেন।
সুধাকর ইয়াদভ যে গাড়িটি তৈরি করেছেন সেটি ১৯২২ ফোর্ড টুরা মডেলের। এই গাড়িটি উচ্চতায ২৬ ফুট ও দৈর্ঘ্য ৫০ ফুট। এটি লন্ডনের ডাবল ডেকার বাসগুলোর থেকেও প্রায় দ্বিগুণ উঁচু।
ভারতের হায়দ্রাবাদে গাড়ির জাদুঘর সুধাকর ইয়াদভ ইতিপূর্বে বিশ্বের সবচেয়ে উঁচু ত্রিচক্র যান তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।
তিনি বিভিন্ন সময় বিচিত্র মডেলের গাড়ির প্রদর্শন করে থাকেন।
আন্তজার্তিক বার্তা সংস্থাকে সুধাকর ইয়াদভ বলেছেন ‘বিশ্বের সবচেয়ে বড় গাড়ি তৈরি করে গিনেস রেকর্ড করার লক্ষ্য রয়েছে আমার। এটি একটি নতুন রেকর্ড, আশা করছি আমি তা আমি পারবো।’ তথ্যসূত্র: বিবিসি বাংলা।