দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূল চরিত্রের পরিবর্তন হওয়ার কারণে ‘দাগ’ চলচ্চিত্র থেকে সরে এলেন চিত্র নায়িকা আঁচল। তিনি ভিশন প্লাস নামক প্রযোজনা প্রতিষ্ঠানটিকে সাফ জানিয়ে দিয়েছেন।
সম্প্রতি ‘দাগ’ শিরোনামের একটি ছবিতে কাজ করার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী আঁচল আঁখি’র। কিন্তু তিনি এখন এই ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন ভিশন প্লাস নামক প্রযোজনা প্রতিষ্ঠানটিকে। মূল চরিত্রের পরিবর্তন হওয়ায় এমন সীদ্ধান্ত নিয়েছেন আঁচল।
আঁচল বলেছেন, ‘ভিশন প্লাসে আমার ‘জটিল প্রেম’ ছবিটির সম্পাদনার কাজ হয়েছিল। সে সময় প্রযোজনা প্রতিষ্ঠানটি আমার কাজ দেখে বেশ মুগ্ধ হন। তার পরপরই তাদের ‘দাগ’ ছবিতে আমাকে চূড়ান্ত করা হয়। এই ছবিটির গল্পটি আমাকে ধরেই করা হয়।’
আঁচল আরও বলেন, ‘এখন হঠাৎ করেই প্রযোজনা প্রতিষ্ঠানটি আমাকে জানান ছবিতে যে আরেকটি নায়িকা চরিত্র রয়েছে তাতে অভিনয় করার জন্য। কিন্তু ওই চরিত্রটি মূল নায়িকা চরিত্র না, তাই কাজটি আর করছিনা আমি।’
গল্পের ভিন্নতার কারণেই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এমন কথা নাকি জানিয়েছেন পরিচালক আঁচলকে।