দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আজ বুধবার ১১টার দিকে এসংক্রান্ত একটি আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
১৬ এপ্রিল এ মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় যে কোনো দিন কামারুজ্জামানের মামলার রায় দেওয়ার জন্য অপেক্ষমাণ (সিএভি) বলে জানিয়েছিলেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ২২ মার্চ গঠিত হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল গঠনের তিন বছর পর এসে চতুর্থ কোনো অভিযুক্তের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শেষ হলো। এর আগে আবুল কালাম আজাদ, জামায়াতের নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদী’র মৃত্যু দণ্ড ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।