দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ খৃস্টাব্দ, ২৫ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ, ২৮ জমাদিউল আউয়াল ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনার দেখছেন সেটি ব্যাগান, মিয়ানমার পেরুর মাচু পিচুর প্রাচীন স্থাপনা। এটি এশিয়ার কয়েকটি অসাধারণ স্থানের একটি।
ব্যাগান, মিয়ানমার পেরুর মাচু পিচুর প্রাচীন ও নৈসর্গিক স্থাপনা দেখে যাদের মনে হয়, এসব স্থাপনা পৃথিবীর নয়- এমন মনে হতে পারে, কিন্তু সত্যিই এক অপূর্ব দৃশ্যটি মিয়ানমারের। পর্যটকরা এখানে আসেন এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা মিয়ানমারের এই সৌন্দপূর্ণ স্থানটি ঘুরে যেতে পারেন। প্রাচীন আমলের প্যাগোডা, মন্দির ইত্যাদি দেখে আপনিও অভিভূত হতে পারেন।
ছবি: www.deshebideshe.com এর সৌজন্যে।