দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাফি উদ্দিন সাফি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ মুক্তির পর এবার ঘোষণা এলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-৩’ নির্মাণের।
৮ এপ্রিল সারাদেশে মুক্তি পায় সাফি উদ্দিন সাফি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’। এই সিক্যুয়েলের দ্বিতীয় পার্ট মুক্তির প্রায় সঙ্গে সঙ্গেই ঘোষণা এলো নির্মিত হতে যাচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-৩’।
এই ছবিটিতে অভিনয় করবেন বর্তমান সময়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২ চলচ্চিত্রের অডিও অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন নির্মাতা সাফি।
সাফি উদ্দিন সাফি বলেন, ‘এই চলচ্চিত্রের প্রযোজক আমাকে আরেকটি সুযোগ করে দিলেন। তাহলো- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর সিক্যুয়েল হিসেবে নির্মিত হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-৩’। এতে অভিনয় করবেন জয়া আহসান।’
জয়ার বিপরীতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-৩’ তে কে অভিনয় করবেন কিংবা কেমন গল্প নিয়ে নির্মিত হবে পরবর্তী সিক্যুয়েল সে বিষয়ে কিছুই জানাননি এর নির্মাতা।
জয়া-শাকিব খান ছাড়াও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ চলচ্চিত্রে অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন- মৌসুমী হামিদ, ইমন, ওমর সানী প্রমুখ।
উল্লেখ্য, ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির প্রথম সিক্যুয়েল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ মুক্তি পায় ২০১৩ সালের ঈদুল আজহাতে।