দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সতীনের ঘর কেইবা করতে চাই। তাই স্বামী আবার বিয়ে করেছে শুনলে সাধারণতভাবে স্ত্রীরা কান্নকাটি করেন কিংবা অভিমান করে বাপের বাড়ি চলে যায়। তবে এবার ঘরে আগুন দিলেন এক স্ত্রী।
স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে অনেকেই রাগে দুঃখে ঘরের জিনিসপত্রও ভাঙচুর করেন। অনেকে আবার অবিশ্বাসী স্বামীর বিরুদ্ধে মামলাও ঠুকে দেন। তবে এবার এসব কিছুই করেননি এক সৌদি রমনী। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে তিনি কেবল বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। সম্প্রতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান পোর্ট শহরে এমন একটি ঘটনা ঘটেছে।
স্থানীয় এক পত্রিকার খবরে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে বিয়ে করেছিলেন ওই নারী। তার ৬টি ছেলেমেয়েও রয়েছে। সুখেই দিন কাটছিল তাদের। তবে হঠাৎ স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে মাথায় বাজ ভেঙে পড়ে ওই নারীর। শুধু তাই নয়, বিয়ের পর নতুন বৌকে নিয়ে হানিমুনে গেছেন স্বামী এমন কথাও জানতে পারেন তিনি। এই খবর পেয়ে রাগে দুঃখে ক্ষোভে বাড়িতে আগুন ধরিয়ে দেন স্ত্রী।
তবে আগুন ছড়িয়ে হওয়ার পর তিনি নিজের ভুল বুঝতে পেরে শেষে দমকল বাহিনীদের খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে অগ্নিকাণ্ডে ওই নারীর ৫ বছর বয়সী এক সন্তানও আহত হয়েছে। তবে আগুনে একটি ঘর পুড়ে গেছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।