দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘হরর মুভি’ দেখলে ভয়ে গা শিউরে ওঠে সেটিই স্বাভাবিক। কিন্তু তাই বলে হরর ছবি দেখে মৃত্যু? সত্যিই তাই ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।
ভারতের তামিলনাড়ুতে হরর (ভয়ের) ছবি দেখে একজন সত্যিই মারা গেলেন! ওই ছবিটির নাম ‘কনজিওরিং ২’।
ওই সিনেমা দেখতে গিয়েই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ বলেছে, ওই ব্যক্তি ও তার সঙ্গী তামিলনাড়ুর তিরুবন্নামালাইয়ে একটি সিনেমা হলে ওই হরর সিনেমাটি দেখতে যান। শো চলাকালিন সিনেমাটি যখন ক্লাইম্যাক্সে পৌঁছেছে, তখনই বুকে ব্যাথা শুরু হয় ওই ব্যক্তির। অল্পক্ষণের মধ্যেই জ্ঞান হারান অন্ধ্রপ্রদেশের ওই বাসিন্দা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে সত্যিই সিনেমা দেখে ভয় পেয়ে তার মৃত্যু হলো, নাকি আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন? সেই উত্তর খোঁজার চেষ্টা করছে স্থানীয় পুলিশ প্রশাসন।