দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত পরশু কক্সবাজারে শুটিং এর সময় দুস্কৃতিকারীদের হামলার শিকার হন পরীমনি। এই ছবির শুটিং এর জন্য তাকে অ্যাকশন লেডি হিসেবে তৈরি করা হয়।
প্রথমবারের মতো জাজের ঘরের সদস্য হওয়ার পর ঢালিউড সেনসেশন নায়িকা পরীমনি মারদাঙ্গা চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি শুরু করেন। অ্যাকশনধর্মী এই সিনেমা হলো ‘রক্ত’। অবশ্য পরীমনি বেশিরভাগ চলচ্চিত্রে রোমান্টিক হিরোইন কিংবা গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। এবারই প্রথম নারী প্রধান এবং অ্যাকশন চরিত্রে অভিনয় অভিজ্ঞতা হতে চলেছে।
সিনেমার প্রয়োজনে নিজেকে প্রস্তুত করেন ঠিক এভাবেই। মার্শাল আর্টসহ বিভিন্ন অ্যাকশন ষ্ট্যান্ট শিখেন তিনি। ভক্ত-দর্শকদের সঙ্গে তা শেয়ারও করেন হালের এই জনপ্রিয় নায়িকা।
যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কোলকাতার এসকে মুভিজ। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রোশান।
রোমান্টিক হিরোইন যখন অ্যাকশন লেডি:
দেখুন ভিডিও
https://www.youtube.com/watch?v=lheuud4N8cY