দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ যে কোনো বার্তা সনাতন পদ্ধতিতে হাতে হাতে পেতে চান। কারণ তিনি ই-মেইলে ভয় পান।
নিউ ইয়র্কে খ্রিস্টীয় নতুন বছর বরণের সময় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের বক্তব্যে ই-মেইল নিয়ে তার ভীতির বিষয়টি প্রকাশ পায় বলে যুক্তরাজ্যের দৈনিক মেইল খবর দিয়েছে।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “যদি কোনো কিছু সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমি বলবো তা হাতে লিখে ফেলুন, তারপর কাওকে দিয়ে পাঠিয়ে দিন, ঠিক পুরনো আমলের মতো।”
কী কারণে এমন ভাবনা, সেটিও জানিয়ে দেন ট্রাম্প, “কারণ হলো কোনো কম্পিউটারই নিরাপদ নয়।”
অবিরত টুইট ব্যবহার করলেও ট্রাম্প বিশাল সাম্রাজ্যের মালিক ই-মেইল এবং কম্পিউটার কদাচিৎ ব্যবহার করে থাকেন বলে ডেইলি মেইল বলেছে।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যাকে ট্রাম্প হারান, সেই হিলারিকেও ই-মেইল কেলেঙ্কারি নিয়ে বেকায়দায় পড়তে হয়েছিলো।
পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত মেইল সরকারি কাজে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ ওঠে। ভোটের আগের মাসে এফবিআই তা তদন্তের ঘোষণা দেয় এবং তা ভোটের উপর বেশ প্রভাব ফেলেছিলো।
ডেমোক্রেট প্রার্থী হিলারি ভোটে রিপাবলিকান ট্রাম্পের কাছে তার হারের জন্য ই-মেইল নিয়ে এফবিআইয়ের পদক্ষেপকেই মূলত দায়ী করেন; যদিও পরে এফবিআই বলেছিলো যে হিলারির কোনো দুর্নীতি খুঁজে পাননি তারা।
এই -মেইল যে হিলারিকে ভুগিয়েছে, তা দেখে এখন আগে থেকেই সতর্ক হয়েছেন আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প।