দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি’র ডাকে ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। বিএনপি’র যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ নেতাকর্মীদের জামিনের পরও জেলগেট থেকে পুনরায় আটক করার প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে আজ বুধবার এ হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।
এ হরতাল পালন করা হবে কেবলমাত্র ঢাকা জেলার উপজেলা, থানা ও পৌরসভাগুলোতে। ঢাকা মেট্রোপলিটন এলাকা হরতালের আওতামুক্ত রয়েছে বলে গতকাল মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
এ হরতাল আহ্বান করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান।
এদিকে এই হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সকাল থেকেই ঢাকা জেলার বিভিন্ন উপজেলাসহ গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, একই দাবিতে গত ২১ মার্চও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ঢাকা জেলা বিএনপি।
কিন্তু ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর কারণে ২১ মার্চের এই হরতাল প্রত্যাহার করা হয়।