দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, নেতাকর্মীদের মুক্তি ও সভা সমাবেশে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে এই হরতালের ডাক দেয়া হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু শুক্রবার ২৪ মে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন বলেন, “সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা, আটক রাজবন্দিদের মুক্তি ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোট আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছে।”
নির্দলীয় সরকার নিয়ে বিএনপি এখনো সংলাপ চায় উল্লেখ করে দুদু বলেন, সরকার সংলাপ না করলে রাজপথেই নির্দলীয় সরকারের দাবির মীমাংসা হবে। বিরোধী দলের নেতা-কর্মীদের আটকের মধ্য দিয়ে সরকার সংলাপের সম্ভাবনা নস্যাৎ করছে বলে অভিযোগ দলের নেতাদের।
এদিকে মঙ্গলবার উচ্চ আদালতের জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে গ্রেফতার করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মোহাম্মদ শাহজাহানকে। জামিনের মুক্তির পরপরই দলের কেন্দ্রীয় তিন নেতাকে পুনরায় গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিএনপি।
উল্লেখ্য, সম্প্রতি সরকার জানমালের ক্ষয়ক্ষতি, নিরাপত্তাহীনতা কিংবা নাশকতার আশঙ্কা থাকলে আগামী এক মাস সভা-সমাবেশের কর্মসূচি পালনের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নেয়। কার্যত সমাবেশ নিষিদ্ধের এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।