দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যামনেস্টির এক প্রতিবেদনে বলেছে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৩৭ শতাংশ কম মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এতে দেখা যায়, ২০১৬ সালে । বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণ কমেছে বলে উল্লেখ করা হয়েছে।
অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী, সমগ্র বিশ্বে ২০১৫ সালে এক হাজার ৬৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর বিপরীতে গত বছর (২০১৬) এক হাজার ৩২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চীনে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর পরেই রয়েছে সৌদি আরব এবং ইরাক। তবে ইরান ও পাকিস্তান মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় শীর্ষ পাঁচে স্থান করে নিলেও মূলত এই দু’টি দেশে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কমে যাওয়ায় বিশ্বব্যাপী সংখ্যার ক্ষেত্রেও তার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানে ২০১৫ সালে ৩২৬টি মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়। গত বছর তা ৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৭টিতে। ২০০৬ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের নাম শীর্ষ পাঁচের তালিকা থেকে নেমে এসেছে।
অপরদিকে ইরানে ২০১৫ সালে ৯৭৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেখানে গত বছর ৫৬৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, তবে এসব মৃত্যুদণ্ডের বেশিরভাগই দেওয়া হয়েছে মাদক চোরাচালানির অভিযোগে।
উল্লেখ্য, ২০১৩ সালে ১ হাজার ৯২৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। ২০১৪ সালে সারাবিশ্বে মোট ২ হাজার ৪৬৬টি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ২০১৬ সালে দুটি দেশ বেলারুশ এবং ফিলিস্তিনে কোনও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।