দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এক প্রযুক্তি হলো ‘ওয়ানটুওয়ান’। এটি সেকেন্ডেই এক ভাষার শব্দ অন্য ভাষায় অনুবাদ করে শোনাবে। আইবিএম ওয়াটসনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ডিভাইসটি শুধু কানে পরলেই এক ভাষার শব্দ অন্য ভাষায় অনায়াসে শোনা যাবে।
এর জন্য কোনো রকম ব্লুটুথ বা ওয়াই-ফাই ইন্টারনেটেরও কোনো প্রযোজন হবে না। জানানো হয়েছে, প্রাথমিকভাবে ‘ওয়ানটুওয়ান’ ৮টি ভাষা অর্থাৎ ইংরেজি, জাপানি, ইতালিয়ান, ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মান এবং চীনা ভাষায় শব্দ অনুবাদ করতে পারবে এই নতুন ডিভাইসটি।
যে কারণে ভিন্নভাষীরা বিভিন্ন দেশে ভ্রমণের সময় ডিভাইসটি কানে পরলেই আশপাশের শব্দগুলো তাৎক্ষণিক নিজ ভাষায় শুনতে পারবেন।
এই নতুন ডিভাইসটি তৈরি করেছে অস্ট্রেলিয়ার প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লিংমো ইন্টারন্যাশনাল। ইতিমধ্যে জেনেভায় ইউনাইটেড নেশনস আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফর গুড সামিটে এই নতুন আবিষ্কৃত ডিভাইসটি প্রদর্শনও করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
জানা গেছে, আগামী মাসে বাজারে আসবে ‘ওয়ানটুওয়ান’ ডিভাইসটি। ডিভাইসটি কিনতে হলে আপনাকে ১৭৯ ডলার খরচ করতে হবে।