দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাঝে-মধ্যেই শোনা যায় গোখরা উদ্ধারের কথা। তবে এবার খবর পাওয়া গেছে পাবনার ঈশ্বরদী থেকে দুই শতাধিক গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলাচরা গ্রাম হতে গতকাল (শুক্রবার) বিকালে দুই শতাধিক গোখরা সাপ পাওয়া গেছে।
মুলাডুলি ইউনিয়নের দুবলাচরা গ্রামের সানোয়ার রহমানের শোবার ঘরের একটি গর্ত খুঁড়ে এই তাজা সাপগুলো বের করা হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সানোয়ারের বাড়িতে এলাকার মানুষ ভীড় জমান।
সানোয়ার রহমান জানিয়েছেন, প্রথমে শোবার ঘরে একটি সাপ পাওয়া যায়। সাপটি মারতে গেলে সেটি গর্তে ঢুকে পড়ে। পরে গর্তে আরও অনেক সাপ দেখা যায়। এই খবর পেয়ে গ্রামের মানুষ জড়ো হয়। পরে স্থানীয় সাপুড়েকে খবর দিলে তিনি এসে গর্ত খুড়ে দুই শতাধিক সাপ ধরেন।