দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা শুনে যে কেও আশ্চর্য হবেন সেটিই স্বাভাবিক। আবার কেওবা মনে করতে পারেন তিনি হয়তো বিমানটি রিজার্ভ করেছেন। কিন্তু তা নয়, ১৮৯ আসনের বিমানের যাত্রীই ছিলেন একজন মহিলা!
১৮৯ আসনের বিমানে একাই যাত্রা করা ওই মহিলার নাম ক্যারন গ্রিভি। তিনি একজন লেখিকা। তবে এই ঘটনা তিনি ইচ্ছে করে ঘটাননি। আশ্চর্যজনকভাবে ঘটে গেছে। অর্থাৎ তার অজানতেই এমন ঘটনা ঘটেছে। বরং কাওকে দেখতে না পেয়ে কৌতুহল জন্মেছিল তার!
সবকিছুই ঠিকঠাক ছিলো। বিমানে পা রাখা মাত্রই ক্রুরা বিশেষ অভ্যর্থনা জানালেন তাঁকে। বাকি যাত্রীরা কোথায়? জানতে চাইলেন তিনি। তাঁকে জানানো হলো, ১৮৯ আসনের বিমানটিতে তিনিই একমাত্র যাত্রী! এরপরই তারা হাসতে শুরু করে দিলেন।
বিমানটিতে যাত্রা করার জন্য আরও দুজন যাত্রী অবশ্য টিকিট কেটেছিলেন ঠিকই, তবে শেষ মুহূর্তে টিকিটুগুলো বাতিল করেন তারা। যে কারণে একমাত্র যাত্রী হিসেবে কার্যত ভিভিআইপি বনে যান ক্যারন গ্রিভি নামে এই লেখিকা। ফাঁকা বিমানটি স্কটল্যান্ডের বন্দরনগরী গ্ল্যাসগো হতে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছাতে সময় লাগে সাড়ে ৪ ঘণ্টার একটু বেশি সময়। পুরো যাত্রাকালে বিমান ক্রু হতে শুরু করে ক্যাপ্টেন, প্রত্যেকেই তাঁরসঙ্গে গল্পে মেতে ছিলেন।
জানা গেছে, ৫৭ বছর বয়সী ব্রিটিশ লেখিকা ক্যারন গ্রিভি ৪৬ পাউন্ড দিয়ে ‘জেট টু’ ফ্লাইটের টিকিটিট কেটেছিলেন ।
ওই দ্বীপে তার অবস্থান হবে অন্তত মাসখানেক। গন্তব্যে নামার পর অদ্ভুত এই অভিজ্ঞতার কথা টুইট করেন এই লেখিকা নিজেই। তারপর ওয়েব দুনিয়ায় তাঁর এই রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী ছড়িয়ে পড়ে। এখন ওয়েব দুনিয়ায় যেনো তিনি এক বিমানের ভিভিআইপি নায়িকায় পরিণত হয়েছেন!