দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেষ হলো ‘মিস্টার বাংলাদেশ’ এর শুটিং। কক্সবাজারের একটি অ্যাকশন ফাইটের দৃশ্য শেষে ক্যামেরা ক্লোজ করলেন নির্মাতা আবু আকতারুল ইমান। দেশের আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ‘মিস্টার বাংলাদেশ’র মোড়কে রুপালী পর্দায় নিয়ে আসছে কেএইচকে প্রোডাকশন।
‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রে মূল চরিত্রে দেখা যাবে ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। তার বিপরীতে সিনেমায় অভিষেক হতে চলেছে শানারেই দেবী শানুর।
সংবাদ মাধ্যমকে নির্মাতা আবু আকতারুল ইমান বলেছেন, ‘১০ নভেম্বর হতে আমরা শুটিং শুরু করি। লম্বা একটা জার্নি ভালোভাবেই শেষ করতে পেরে এখন স্বস্তি বোধ করছি। যা কিছু ফ্রেম বন্দী করেছি আশা করছি সবটাই দর্শকদের খুব ভালো লাগবে। তারা একটি ভালো গল্প দেখতে পাবেন বলে আমার বিশ্বাস।’
সংবাদ মাধ্যমকে এ বিষয়ে খিজির হায়াত খান বলেছেন, ‘শুটিং শেষ হওয়া মানেই আরেকটা নতুন যুদ্ধ শুরু হওয়া। তবে শুটিং শেষ করে কিছুটা হলেও তৃপ্তির ঢেঁকুর তুলতে পারছি। এই সিনেমার গল্পে নায়ক হিসেবে নয় একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা আমি করেছি। আমি নানা অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। গল্পের মাঝে যে বার্তা রয়েছে তা বিনোদনের মাধ্যমেই দর্শকদের নিকট পৌঁছে দিতে চাই। বাকিটা শুধুই সময়ের অপেক্ষা।’
বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় থাকা শানু বলেছেন, ‘আগে ভালো গল্প না পাওয়ায় আমার কাজ করা হয়নি। এবার এমন এক ইস্যু নিয়ে গল্প পেলাম যা শুধু আমাদের জন্যে নয় গোটা বিশ্বের জন্যেও হুমকির। আমি কুমু চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রটি আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের অন্যতম এক আলোচিত ভিলেন টাইগার রবি। শুধু তাই নয়, এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে ইউটিউব সেলিব্রেটি সোলাইমান সুখন এবং শামীম হাসান সরকারের মতো ব্যক্তিত্বদের।