দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘সারকো’ নামে বিশেষ একটি যন্ত্র আত্মহত্যার পথকে আরও সহজ করবে! স্বেচ্ছায় মৃত্যুকে যারা বেছে নিতে চান তাদের জন্য এটি একটি ‘সুখবর’ বটে!
আত্মহত্যার বিষয়টি আমাদের সকলের জানা। কারও সঙ্গে অভিমান করে বা হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন অনেকেই। আবার এমন মানুষও আছেন যারাদীর্ঘ যন্ত্রণাময় অসুস্থতার কবল হতে রক্ষা পেতে স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নিতে বাধ্য হন। স্বইচ্ছায় মৃত্যু কামনা করা এইসব ব্যক্তির আত্মহত্যার পথ আরও সহজ করতে আসছে ‘সারকো’ নামে এক বিশেষ ধরনের যন্ত্র।
অস্ট্রেলিয়ার স্বেচ্ছামৃত্যু বিষয়ক একটি প্রতিষ্ঠান ‘এক্সিট ইন্টারন্যাশনাল’ এই বিশেষ ধরনের যন্ত্রটি আবিষ্কার করেছে। মৃত্যুর পথ বেদনাহীন করাই মূলত এই মেশিনের কাজ। প্রতিষ্ঠানটি দাবি করে বলেছে যে, এই মেশিনের সাহায্যে মৃত্যুপথযাত্রী মানুষটি চোখের পলক ফেলার পূর্বেই মৃত্যুর কোলে ঢলে পড়বেন!
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টকে প্রতিষ্ঠানটির প্রধান ফিলিপ নিৎস্ক জানিয়েছেন, আত্মহত্যা লুকিয়ে করার বিষয় নয়। তার দাবি হলো, আত্মহত্যায় জন্য বাজারে প্রচুর বিষ ও প্রাণঘাতী ওষুধও পাওয়া যায়। কিন্তু ‘সারকো’ সম্পূর্ণ ব্যতিক্রম। এই বিশেষ যন্ত্রটি আত্মহত্যার পথকে আরও সহজ করে দেয়।
জানানো হয়েছে যে, প্রাথমিকভাবে এই মেশিনটির থ্রিডি নকশা তৈরি হয়েছে। এ বছরের শেষ দিকে নেদারল্যান্ডস’এ ‘সারকো’র কাজ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, স্বেচ্ছায় মৃত্যুতে আগ্রহী ব্যক্তিদের ওই মেশিনে শুইয়ে দিতে হবে। এরপর মেশিনের বিশেষ চেম্বারে রাখা নাইট্রোজেন ভর্তি ক্যাপসুল প্রয়োগের মাধ্যমে তার মৃত্যু ঘটবে।
উল্লেখ্য, নেদারল্যান্ডস’এ এই মেশিন তৈরির কাজ শেষ হওয়ার পর সেটি পরীক্ষার জন্য সুইজারল্যান্ডে পাঠানো হবে। কারণ হলো সুইজারল্যান্ডে আত্মহত্যা আইনত বৈধ।