দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের তিন দিনের ৭২ ঘণ্টার হরতালের আজ শেষ দিন। আগামী কাল রয়েছে এসএসসি পরীক্ষা। কি অবস্থা হবে তা এখনও কেও জানে না।
হরতালে ফার্মগেট এলাকা (ফাইল ফটো)
টানা অবরোধের সঙ্গে ৭২ ঘণ্টার ডাকা ২০ দলের হরতালের আজ শেষ দিন। কাল রয়েছে এসএসসি পরীক্ষা। শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না তা নিয়ে রয়েছে আশংকা।
অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে তাইতো নানা আশংকা। শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়েই হয়তো পরীক্ষা হলে উপস্থিত হতে হবে এদেশের প্রায় ১৪ লক্ষ শিক্ষার্থীকে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্যে দিয়ে পালিত হচ্ছে হরতাল। গতকালও ট্রেন লাইনে নাশকতা হয়েছে। হরতালের আগের সন্ধ্যা হতে শুরু হয় অগ্নিসংযোগের ঘটনা। পর পর তিন দিনই দেশের বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজও দূরপাল্লার বাস রাজধানী থেকে ছাড়েনি। তবে গণপরিবহন চলছে রাজধানীতে যথারিতি। কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন ছেড়েছে প্রায় স্বাভাবিকভাবে। তবে বিলম্ব হয়েছে অনেক ট্রেন।