The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পর পর দুই সপ্তাহ মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌসুমীর দুই সিনেমা

দীর্ঘ দুই যুগ ধরে চলচ্চিত্রে সমানভাবে দর্শকপ্রিয়তা নিয়েই কাজ করে চলেছেন চিত্রনায়িকা মৌসুমী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এ সপ্তাহ এবং আগামী সপ্তাহ পর পর দুই সপ্তাহ মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌসুমীর দুই সিনেমা। ‘পবিত্র ভালোবাসা’ ছবিটি মুক্তি পাবে ৫ অক্টোবর। ‘নায়ক’ ছবিটি মুক্তি পাবে আগামী সপ্তাহে।

পর পর দুই সপ্তাহ মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌসুমীর দুই সিনেমা 1

যেসকল নায়ক-নায়িকার হাত ধরে এদেশের চলচ্চিত্রে নতুন যুগের সূচনা হয়েছিলো তাদের মধ্যে অন্যতম একজন নায়িকা হলেন মৌসুমী। দীর্ঘ দুই যুগ ধরে চলচ্চিত্রে সমানভাবে দর্শকপ্রিয়তা নিয়েই কাজ করে চলেছেন। এই দীর্ঘ সময়েও তাঁর জনপ্রিয়তার কমতি ঘটেনি।

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর দুটি ছবি মুক্তি পেতে চলেছে। আজ ৫ অক্টোবর এ কে সোহেলের পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ ছবিটি মুক্তি পাবে। আগামী সপ্তাহে মুক্তি পাবে ইস্পাহানী-আরিফ জাহানের ‘নায়ক’ ছবিটি।

ছবি মুক্তি নিয়ে চিত্রনায়িকা মৌসুমী সংবাদ মাধ্যমকে বলেছেন, দুটি ছবি নিয়েই আমি খুব আশাবাদী। কারণ হলো দুটি ছবিই মৌলিক গল্পের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে।

‘পবিত্র ভালোবাসা’ সম্পর্কে জানতে চাইলে মৌসুমী বলেন, ইতিপূর্বে আমি সোহেল ভাইয়ের পরিচালনায় ‘বাংলার বউ’ ও ‘খাইরুন সুন্দরী’ নামে দুটি ছবিতে কাজ করেছি।

তারমধ্যে ‘খাইরুন সুন্দরী’ ছবিটি মুক্তির পর সুপারহিট হয়েছিল। দর্শকরা ভীষণ পছন্দ করেছিল ছবিটি। অনেকদিন পর আবার তিনি ‘পবিত্র ভালোবাসা’ ছবিটি নির্মাণ করেছেন। এই ছবির কাহিনীও মৌলিক। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পরিচালকের নিজের করা। ছবিতে নতুন অভিনেতা রোকনও খুব ভালো অভিনয় করেছে।

মৌসুমী আরও বলেছেন, ফেরদৌসও রয়েছেন ‘পবিত্র ভালোবাসা’ ছবিতে। বাংলাদেশের মানুষের জীবনের ছবি এটি। ছবির গানগুলোও খুব সুন্দর হয়েছে। সব মিলে ছবিটি দর্শকদের পছন্দ হবে বলে আশা করছি।

এদিকে এ ছবির পর আগামী সপ্তাহে অর্থাৎ ১২ অক্টোবর মৌসুমী অভিনীত আরেকটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ওই ছবির নাম ‘নায়ক’।

পর পর দুই সপ্তাহ মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌসুমীর দুই সিনেমা 2

‘নায়ক’ ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান, বাপ্পি চৌধুরী ও অধরা খান। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান। এই ‘নায়ক’ ছবিটি প্রসঙ্গে মৌসুমী বলেছেন, ইস্পাহানী-আরিফ জাহান দুজনেই খুব ভালো নির্মাতা। তাদের ছবি মানেই ব্যবসাসফল ছবি।

মৌসুমী বলেছেন, আমি তাদের পরিচালনায় ‘বিদ্রোহী বধূ’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘তুমি সুন্দর’, ‘গোলাম’, ‘মেশিনম্যান’, ‘শিকারি’সহ অনেকগুলো ছবিতে অভিনয় করেছি। ছবিগুলো দর্শকরা সেসময় ভীষণভাবে পছন্দ করে। অনেকদিন পর তারা নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছেন। তাছাড়া ‘নায়ক’ ছবির কাহিনীটাও ভীন্ন ধরনের। পারিবারিক ড্রামা, রোমান্টিক গল্প, গান সবই রয়েছে ‘নায়ক’ এ। আমার বিশ্বাস, দর্শক এই ছবিটিও খুব পছন্দ করবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...