ইন্টারনেট ব্রাউজারের মধ্যে গুগল ক্রোম খুব অল্প সময়েই নিজের জায়গা দখল করে নিতে পেরেছে। বর্তমান বিশ্বে সবচেয়ে ব্যবহৃত ব্রাউজারের মধ্যে গুগল ক্রোম সবচেয়ে এগিয়ে রয়েছে। দ্রুতগতি, সহজে ব্যবহার যোগ্য এবং হাজার হাজার এক্সটেনশন এর জন্য গুগল ক্রোম খুব সহজেই ব্যবহারকারীদের মনে জায়গা করে নিয়েছে। আসুন দেখে নেই এমন কিছু গুগল ক্রোম এক্সটেনশন যা আপনার ইন্টারনেট ব্রাউজিং আরও গতিময় এবং আনন্দময় করে তুলবে।
Adblock Plus:
আপনি ব্রাউজিং করতে গেলে ওয়েব সাইটে বিভিন্ন বিরক্তিকর এড এসে আপনার মেজাজ খারাপের কারণ হয়ে দাঁড়ায়। হয়তো আপনি কোনো একটি লেখা বেশ মনোযোগের সাথে পড়ছেন, সে সময় অটোমেটিক এড এসে ঘোরাঘুরি করছে। হয়তো আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, তখনও ভিডিও’র মাঝে বিভিন্ন রকম এড আসে, যার ফলে আপনি আরাম করে দেখতেও পারছেন না।
এইসব এড গুলো ব্লক করে দেয়ার জন্য চমৎকার একটি এড অন নাম Adblock Plus! এটি সব ধরণের বিরক্তিকর এড থেকে আপনাকে নিরাপদে রাখবে। এটি ইন্সটল থাকলে ওয়েবসাইটে যে এড ছিলো সেটা আপনি একসময় ভুলে যেতে বাধ্য! ছবিতে দেখুন, ১নং ছবিতে এড ব্লক এড অন ইন্সটল করার আগে ফেসবুক তার বিভিন্ন এড দেখাচ্ছে, ২ নংয়ে এড ব্লক ইন্সটল করা হয়েছে ফলে এডগুলো আর দেখাচ্ছে না!
এটি ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করে ইন্সটল করে ফেলুন।
Awesome Screenshot
Google Mail Checker
Similar Sites Pro
Google Dictionary
IE Tab
Alexa Traffic Rank
FastestChrome – Browse Faster
Stop Autoplay for YouTube
Poper Blocker
Quick Tabs
Auto Replay for YouTube
ইউটিউবে পছন্দের কোন গান কিংবা ভিডিও দেখার সময় বারবার রিপ্লে করতে করতে অনেকেই বিরক্ত হয়ে যান। ইউটিউবে রিপ্লে ক্লিক করলে ভিডিওটি আবার নতুন করে লোড হয়। এতে বাফারিং হয়, সময় নষ্ট করে। এক সময় গান শোনার মনোযোগই নষ্ট হয়ে যায়। এই এক্সটেনশনটি আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে। ইউটিউবে গান শোনার সময় কিংবা শেষে অটো রিপ্লে অপশনে ক্লিক করে দিলে ভিডিওটি নিজে নিজেই বারবার চালু হতে থাকবে। এতে বারবার বাফারিং এর হাত থেকে বেচে যাবেন। একই সাথে ইন্টারনেট ব্র্যান্ডউইডথ খরচ কম হবে। যারা ইউটিউব আসক্ত তাদের জন্য আবশ্যক একটি এক্সটেনশন। ইন্সটল করুন।