দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো ইয়োদোদো ও বিরোধী নেতা প্রাবোও সুবিয়ান্তো এপ্রিলের নির্বাচনের পর এই প্রথমবারের মতো একে অপরের সঙ্গে দেখা করলেন তাও আবার ট্রেনযাত্রার সময়!
এপ্রিলের নির্বাচনে ইয়োদোদো প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেও তার প্রতিপক্ষ নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে এবং বিরোধী সমর্থকরা বিক্ষোভও করে।
বিক্ষোভ কর্মসূচি পালনের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন বিক্ষোভকারী মৃত্যুবরণ করে। তবে গতমাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত নির্বাচনের ফল বহাল রেখেছে।
গতকাল (শনিবার) জাকার্তার নতুন পরিবহন ব্যবস্থা পরীক্ষা করার সময় পারস্পরিক দ্বন্দ্ব ভুলে একত্রিত হন ইয়োদোদো এবং সুবিয়ান্তো। খবর বিবিসির।
প্রেসিডেন্টের পাশে দাড়িয়ে সুবিয়ান্তো বলেন যে, কেও কেও জিজ্ঞাসা করেছে যে নির্বাচনে জেতায় কেনো আমি প্রেসিডেন্টকে অভিনন্দন জানাইনি? কারণ আমি আসলে তাকে সামনা-সামনি অভিনন্দন জানাতে চেয়েছিলাম।
প্রেসিডেন্টকে তার কাজে সহায়তার আশ্বাস দিয়ে সুবিয়ান্তো বলেছেন যে, প্রেসিডেন্টের কাজ মানুষের সেবা করা। এই কাজে অনেক সমস্যার মধ্যেও পড়বেন তিনি। তাকে সহায়তা করার জন্য আমি প্রস্তুত রয়েছি।
প্রেসিডেন্ট ইয়োদোদো বলেন, জাকার্তার নতুন গণপরিবহন ব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য তার প্রতিপক্ষকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
২০১৪ সালে যে নির্বাচনে প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ইয়োদোদো, যদিও ওই নির্বাচনের ফলও প্রশ্নবিদ্ধ ছিল।
ইয়োদোদো বলেন যে, এভাবে বিরোধী নেতা প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দেখা করতে পারায় আমি সত্যিই আনন্দিত।
‘আমি আশা করবো যে, আমাদের সমর্থকারও একত্রিত হয়ে কাজ করার বিষয়টি মাথায় রাখবেন। কারণ হলো আমরা সবাই একই দেশের নাগরিক। সারা বিশ্বে প্রতিযোগিতা বাড়ছে এবং আমাদের দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের একতাবদ্ধ থাকতেই হবে।