দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আধুনিকতার সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। যেমন ঘটেছে প্রযুক্তির প্রসার। প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবন মান যেনো ক্রমেই উন্নতির শিখরে উঠে যাচ্ছে। এমনই এক প্রযুক্তির সংযুক্ত ঘটলো এবার টি-শার্টে।
আধুনিকতার সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। যেমন ঘটেছে প্রযুক্তির প্রসার। প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবন মান যেনো ক্রমেই উন্নতির শিখরে উঠে যাচ্ছে। এমনই এক প্রযুক্তির সংযুক্ত ঘটলো এবার টি-শার্টে।
লাগানো রয়েছে একটি ছোট্ট যন্ত্র। এই যন্ত্রটিতে দুই ঘণ্টা চার্জ দিলে ৯০ মিনিট চলবে। দুর্বিসহ গরম হতে মুক্তি পেতে এয়ার কন্ডিশনারের বাতাসের শীতল পরশ পেতে সবাই চায়। তাইতো বড় বড় শপিং মল হতে অফিস, গাড়ি, বাড়ি সব খানেই লাগানো হচ্ছে এসি। তবে কতক্ষণই বা থাকা যায় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে? কাজের প্রয়োজনে বাইরে তো বের হতেই হয়।
রাস্তায় বা মাঠে-ঘাটে গরমের হাত থেকে বাঁচতে তাইতে এবার এসেছে নতুন এক প্রযুক্তি। শরীরে পরিধেয় টি-শার্টের ভেতরেই লাগানো থাকবে এই এসি, যা সব সময় দেবে শীতলতার এক আমেজ। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনির নতুন ধরনের এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘রেওন পকেট’। ব্লু-টুথচালিত এই যন্ত্রটির আকৃতি ছোট্ট মানিব্যাগের মতোই। টি-শার্টের ঘাড়ের কাছে স্থাপন করা থাকবে এই যন্ত্রটি। তবে সব পোশাকে ব্যবহার করা যাবে না এই যন্ত্রটি। শুধু সিলিকনের তৈরি বিশেষ টি-শার্টে ‘রেওন পকেট’ই লাগানো যাবে এটি।
মোবাইলের অ্যাপের মাধ্যমে ক্ষুদ্রাকার এই এসিটি নিয়ন্ত্রণ করা যাবে। গরমের দিনে এটির তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে আনতে পারবে। সেইসঙ্গে শীতের সময় আরাম দিতে ৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়াতে পারে সেই যন্ত্রটি। যন্ত্রটির ক্ষুদ্রাকৃতির বৈদ্যুতিক তরঙ্গ তাপ শোষণ কিংবা নির্গমণের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এই যন্ত্রটি।
সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, যন্ত্রটিতে দুই ঘণ্টা চার্জ দিলেই ৯০ মিনিট চলবে। বর্তমানে শুধু সেটি জাপানেই পাওয়া যায়। শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রটির দাম ধরা হয়েছে ১২০ মার্কিন ডলার যা বাংলাদেশী টাকার হিসেবে সাড়ে ৯ হাজার টাকার মতো দাম পড়বে। খুব শীঘ্রই হয়তো এটি আমাদের দেশেও এসে যাবে। যেহেতু দামও সুবিধাজনক তো আর দেরি কেনো আপনিও কিনে নিতে পারবেন এই এসি টি-শার্টটি।