দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তিপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে স্যামসাং বাংলাদেশ সম্প্রতি গ্যালাক্সি এ৩২ (৮/১২৮ জিবি) -এর একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে।
শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি গ্রাহকরা যাতে প্রয়োজন অনুসারে ফাইলস্টোরেজ করার স্বাধীনতা উপভোগ করতে পারেন, সেজন্য ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যা মও ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। হেলিও জি৮০ প্রসেসর দ্বারা চালিত এ৩২ এর শক্তিশালী সফটওয়্যার, স্টাইলিশডিজাইন এবং ব্যাটারি একে গেমারদের কাছে অতুলনীয় করে তুলেছে।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘আমরা ইতিপূর্বে গ্যালাক্সি এ৩২ -এর আরেকটি সংস্করণ এনেছিলাম, যা স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছিল। তাদের আগ্রহের কথা বিবেচনা করে, আমরা এ৩২ (৮/১৩২ জিবি) -এর নতুন আরেকটি সংস্করণ উন্মোচন করেছি, যাতে করে ক্রেতারা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই অনায়াসে তাদের প্রযুক্তিগত সকল চাহিদা পূরণ করতে পারেন।’
অসাধারণ ডিজাইনের সঙ্গে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন ও ইনফিনিটি-ইউডিসপ্লেযুক্ত ফোনটি ১৭০-ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল প্রদান করে। ডিভাইসটির স্ক্রিন উচ্চ কনট্রাস্টযুক্ত ও দিনের আলোতে স্বাচ্ছন্দ্যে দেখার অভিজ্ঞতা দেয়। ৯০ হার্টজরিফ্রেশরেট থাকায় ব্যবহারকারীরা এতে মসৃণ স্ক্রলিং ও ট্রানজিশন সুবিধা উপভোগ করতে পারবেন।
ব্যবহারকারীদের ঝামেলাহীন স্মার্টফোন অভিজ্ঞতা দিতে স্মার্টফোনটি দ্রুতগতির ওয়েব ব্রাউজিং, গেমিং এবং ভিডিও অভিজ্ঞতা প্রদান করে।
যারা জীবনের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পছন্দ করেন, তাদের জন্য স্যামসাং এর ক্যামেরা আপগ্রেড করেছে। গ্যালাক্সি এ৩২ -এর ৬৪ মেগাপিক্সেলের উচ্চ রেজ্যুলেশনের প্রাইমারি ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাহায্যে ব্যবহারকারীরা অনায়াসে ঝকঝকে ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। এছাড়া, এর ২০ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা সেলফি তাৎক্ষণিকভাবে আপলোড দেয়া যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর থাকায় গ্যালাক্সি এ৩২ গেম প্রিয়দের জন্য চমৎকার একটি ডিভাইস হতে পারে। এআই ভিত্তিক গেম বুস্টারের সঙ্গে শক্তিশালী প্রসেসর গেম প্রিয়দের উন্নত গেমিং পারফরমেন্স উপহার দেয়। এছাড়া, এতে ১৫ ওয়াট সুপার ফাস্টচার্জিংয়ের সঙ্গে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় কোনো ঝামেলা ছাড়া সারাদিন স্মার্টফোনটি ব্যবহার করা যায়।
স্মার্টফোনটির অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, সিকিউর ফোল্ডার এবং বিশাল স্টোরেজ সুবিধা, যা নিশ্চিতভাবে ব্যবহারকারীদের জীবন যাত্রায় নতুন মাত্রা যোগ করবে। চমকপ্রদ এই ডিভাইসটি মাত্র ২৭,৯৯৯ টাকায় আকর্ষণীয় মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। খবর বিজ্ঞপ্তির।
বিস্তারিত আরও জানতে হলে ভিজিট করুন :
ওয়েবসাইট- www.samsung.com
ফেসবুক (স্থানীয়)- www.facebook.com/SamsungBangladesh
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।