দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ ৯টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
গতকাল (শুক্রবার) এক বৈঠক শেষে করোনা ভাইরাস টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এই ঘোষণা দিয়েছেন। ওই ঘোষণা অনুযায়ী আগামী সোমবার হতে কারফিউ চালু হবে। জানা যায়, প্রতিদিন রাত ৯টা হতে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময় লোকজনকে ঘরে থেকেই কাজ সারতে হবে, অপ্রয়োজনে বের হওয়া পুরোপুরি নিষেধ।
এছাড়াও সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি এবং ইলেকট্রনিকস স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান-পাট বন্ধ থাকবে। মলগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। ৫ জনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত ৯টা থেকে গণপরিবহনও বন্ধ থাকবে।
দেশটিতে গতকাল (শুক্রবার) সর্বশেষ পাওয়া তথ্যে বলা হয় যে, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং ৭২ জনের মৃত্যু ঘটেছে। গত এপ্রিল হতে দেশটিতে চলছে করোনার তৃতীয় ঢেউ। যে কারণে দেশটির কর্তৃপক্ষ তা সামাল দিতে হিমশিম খাচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।