দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ বিজয় দিবসের পর আগামী ১৭ ডিসেম্বর থেকেই আসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের টানা অবরোধ এবং একটানা অবরোধ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত এরপর ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্রকরে সারাদেশে ১ জানুয়ারি থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে কঠোর আন্দোলনের বিষয়ে বিএনপি এবং ১৮ দলের নীতিনির্ধারণী সদস্যরা ভাবছেন, এরই মাঝে ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্রকরে ১৫০ জনের উপর প্রার্থী বিনা ভোটে একক প্রার্থী হওয়াতে নির্বাচিত হয়ে যাচ্ছেন, ফলে বর্তমান সরকারের সাথে নির্দলীয় নিরপেক্ষ সরকার ইস্যুতে আর কোন আলোচনা হওয়ার কিংবা তা সফল হওয়ার পথ নেই। এই প্রেক্ষিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল কঠোর আন্দোলনের মাধ্যমে দেশ অচল করে দিয়ে সরকার পতন করার কথা ভাবছেন।
১৮ দলের পরিকল্পনা অনুযায়ী ১৭ থেকে ৩১ টানা অবরোধে সরকারকে বাধ্য করা হবে একদলীয় নির্বাচন থেকে সরে আসতে, যদি তাতেও কাজ না হয় তবে ১ তারিখ থেকে সরকার পতনের অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে, দেশের সকল যোগাযোগ,বাণিজ্য, অফিস আদালত, সরকারী বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার এবং তা বর্জন করার জন্য দেশবাসীকে আহ্বান করাহবে।
এ দিকে আজ বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া নিজের এক বানীতে বলেন, আধিপত্যবাদী শক্তি বংলাদেশের স্বাধীনতার অর্জনকে বিনষ্ট করতে সচেষ্ট। দেশের ভেতরের কিছু শক্তি বাহিরের এসব আধিপত্যবাদীদের সাহায্য করছে।”
তিনি আরও বলেন দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করতে স্বাধীনতা সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।