The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সংবাদ-১৩ (২২-৬-১২)

ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে তথ্য প্রযুক্তির হাওয়া। তাইতো বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি ছাড়া ভাবাই যায় না। আজ তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সংবাদ-১৩ এ বিশ্বের বেশ কিছু তথ্য প্রযুক্তির খবর তুলে ধরা হলো।
তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সংবাদ-১৩ (২২-৬-১২) 1

মোবাইলের ক্ষতিকর রশ্মিপর্যালোচনা

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) সেলফোন থেকে ক্ষতিকর রশ্মি নির্গমন হওয়ার ব্যাপারে নীতিমালা পর্যালোচনা করতে যাচ্ছে। কমিশনের চেয়ারম্যান জুলিয়াস জিনাচোসকি সমপ্রতি সেলফোনের ক্ষতিকর রশ্মি থেকে ব্যবহারকারীকে রক্ষায় নীতিমালা পর্যালোচনায় সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন। বিজনেস উইকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেলফোনের চাহিদা দিন দিন বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রে ১৫ বছরের মধ্যে এই প্রথম এফসিসি এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এফসিসি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে, এ সিদ্ধান্তে ব্যবহারকারীরা কোন সমস্যার সম্মুখীন হবেন না। এফসিসির মুখপাত্র ট্যামি সান বলেন, এ সিদ্ধান্ত আমাদের সাধারণ পর্যালোচনার আওতাধীন। আমরা বিশ্বাস করি, প্রস্তাবিত নতুন ধারাটি ব্যবহারকারীর জন্য কোন ঝুঁকি সৃষ্টি করবে না। ১৯৯৬ সালে এফসিসি শেষবারের মতো সর্বোচ্চ রশ্মির পরিমাপ করে। এ সময় যুক্তরাষ্ট্রে সেলফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটি ৪০ লাখ। এ সংখ্যা ২০১১ সালে প্রায় ৩৩ কোটি ২০ লাখে এসে দাঁড়িয়েছে।

কথা বলবে ডিজিটাল বাংলা ডিকশনারি

প্রযুক্তি বাজারে সম্প্রতি যুক্ত হয়েছে বাংলা ভাষার ডিজিটাল ডিকশনারি। ইংরেজিতে উচ্চারণ করতে সক্ষম এ ডিকশনারির পর্দায় ইংরেজির পাশাপাশি বাংলায় অর্থ দেখা যায়। ইংরেজি গ্রামার-এর বিভিন্ন বিষয় নিয়ে উদাহরণসহ বিস্তারিত বর্ণনা আছে এতে। গান উপভোগের জন্য এতে রয়েছে এমপিথ্রি। রয়েছে ইউএসবি ড্রাইভ এবং ১ জিবি মেমোরি। একই সঙ্গে ইংরেজি শব্দের উচ্চারণ শোনার ব্যবস্থাও রয়েছে এতে। বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ, উচ্চারণ, বানান এবং উদাহরণও পাওয়া যাবে এতে। রয়েছে প্রতিটি শব্দের সমার্থকশব্দ এবং বিপরীতশব্দের তালিকা। বিভিন্ন বিষয়ে এক হাজারের বেশী ইংরেজি কথোপকথন ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে এতে রয়েছে ব্রিটানিকা কনসাইজ এনসাইক্লোপিডিয়া। গেম, সায়েন্টিফিক ক্যালকুলেটর, ডিজিটাল ডায়েরি, ক্যালেন্ডার-তো থাকছেই। ডিভাইসটি বাজারজাত করছে ফাতেমা ট্রেডিং। বিস্তারিত জানা যাবে ৮৯৩২৮৩২ – এ নম্বরে।

তার ছাড়াই চার্জ হবে স্মার্টফোন!

আল্ট্রাবুকগুলোকে আরও স্মার্ট করতে নতুন প্রযুক্তি এনেছে ইন্টেল। এর মাধ্যমে স্মার্টফোনের ব্যাটারি চার্জ করা যাবে কোন তার ছাড়াই। এ প্রযুক্তিতে আল্ট্রাবুকের কাছাকাছি রেখেই চার্জ করা যাবে স্মার্টফোন। ইন্টেলের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান গ্রেগ ব্রায়ান্ট জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই এটি বাজারজাত করা হবে। টাচনির্ভর আল্ট্রাবুকগুলোয় যুক্ত হয়েছে আরও নতুন কিছু সুবিধা। ভবিষ্যতের আল্ট্রাবুকগুলো অনুভূতিসম্পন্ন হয়ে উঠবে বলে জানিয়েছে ইন্টেল। এতে বিশেষ সেন্সর থাকবে। ফলে এগুলো চুরি হওয়ার সম্ভাবনা কমে আসবে। কিংবা চুরি হয়ে গেলেও এর তথ্যে হস্তক্ষেপ করা সম্ভব হবে না। নুয়ান্স কমিউনিকেশনের ভয়েস রিকগনিশন প্রযুক্তিও ব্যবহার করা হবে আল্ট্রাবুকে। এর মাধ্যমে ব্যবহারকারীর মৌখিক নির্দেশেই ফেসবুক বা টুইটারে পোস্ট করা যাবে।

মোবাইল ডিভাইস নীতিমালা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মোবাইল ডিভাইসবিষয়ক নতুন নীতিমালা চালু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। নিরাপত্তা ও নির্ভরতার পাশাপাশি স্মার্টফোনগুলো পুরোমাত্রায় ব্যবহারের উদ্দেশ্যে এ নীতিমালা চালু করা হয়েছে। এতে রিসার্চ ইন মোশন (আরআইএম), অ্যাপল ও গুগলের জন্য দেশটির প্রতিষ্ঠানগুলোয় স্মার্টফোনের বাজারে রণক্ষেত্র প্রস্তুত হলো বলে মনে করেন বিশ্লেষকরা। নিরাপত্তার কারণে পেন্টাগনের অনেক কর্মকর্তা এখনও আরআইএমের ব্ল্যাকবেরি ডিভাইস ব্যবহার করেন। তবে সাধারণ ব্যবহারকারীর কাছে ব্ল্যাকবেরির চেয়ে অ্যাপল ও গুগলের স্মার্টফোন বেশি জনপ্রিয়। এর সূত্র ধরে এখন পেন্টাগনেও জোরেশোরে ঢুকতে চাচ্ছে গুগল ও অ্যাপল। পেন্টাগনের চিফ ইনফরমেশন অফিসার টেরা তাকাই বলেন, পেন্টাগনের এ উদ্যোগ তথ্য শেয়ারিং, সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নে পেন্টাগনের অন্যান্য এজেন্সিকে সাহায্য করবে। নতুন এ কৌশল বর্তমান প্রযুক্তি, কাস্টম অ্যাপ্লিকেশন বানানোর সামর্থ্য, স্মার্টফোন ব্যবহারকারী কর্মশক্তি সুবিধার পুরোটাই ব্যবহার করবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরআইএমের আড়াই লাখের বেশি ব্ল্যাকবেরি স্মার্টফোন ব্যবহার করে।

গুগল সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নিচ্ছে

গুগলের ভিডিও সেবা ইউটিউব থেকে সন্ত্রাসীদের উসকানিমূলক ভিডিও হিসেবে অভিযোগ পাওয়ায় বেশ কিছু ভিডিওচিত্র যাচাই-বাছাইয়ের পর বন্ধ করে দেয়া হয়েছে। গুগল যুক্তরাজ্যের পুলিশ কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের অভিযোগের পর ইউটিউব থেকে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে এমন প্রায় ৬৪০টি ভিডিও সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি তার সর্বশেষ ট্রান্সপারেন্সি প্রতিবেদনে কোন আন্তর্জাতিক কর্তৃপক্ষ তাদেরকে ভিডিও সরিয়ে ফেলার অথবা ম্যাটেরিয়াল হস্তান্তরের অনুরোধ জানিয়েছে তা প্রকাশ করেছে। এছাড়া এ ধরণের ভিডিও প্রকাশের দায়ে পাঁচটি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। গুগল জানিয়েছে, তারা ২০১১ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৪৬১টি আদালতের নির্দেশ পেয়েছিল। এ নির্দেশে ছয় হাজার ৯৮৯টি ভিডিও চিত্র মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছিল। গুগল এই নির্দেশের ৬৮ শতাংশ মেনে নেয়ে। এছাড়া গুগল ৫৪৬টি ব্যক্তিগত অনুরোধ পায়, যেখানে চার হাজার ৯২৫টি ভিডিও মুছে ফেলার কথা বলা হয়।

ব্যক্তিগত তথ্যনীতি পরিবর্তন ভোটে সাড়া পায়নি ফেসবুক

ব্যক্তিগত তথ্য নীতিমালা (প্রাইভেসি পলিসি) পরিবর্তন সমপর্কে শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এক সপ্তাহ আগে অনলাইন ভোটাভুটি চালু করে। সপ্তাহ শেষে দেখা যাচ্ছে, এ কার্যক্রম খুব একটা টানতে পারেনি ব্যবহারকারীকে। খবর ইয়াহু নিউজের। ফেসবুকের বর্তমান ব্যবহারকারী ৯০ কোটিরও বেশি। অথচ ফেবসবুকের প্রাইভেসি পলিসি পরিবর্তনের ব্যাপারে ভোট দিয়েছেন মাত্র ৩ লাখ ৪২ হাজার ৬৩২ ব্যবহারকারী। অর্থাৎ ১ হাজার ৬০০ জনে একজন বা মোট ব্যবহারকারীর মাত্র দশমিক ০০০৩৮ শতাংশ। ফেসবুকের ভোটাভুটিতে ব্যবহারকারীকে আহ্বান জানানো হয়েছিল, তারা যেন ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার ব্যাপারে তৈরি করা নীতিমালাটি পড়ে তাদের দায়িত্ব ও অধিকারের ব্যাপারে মতামত দেন। কিন্তু কোটি ব্যবহারকারীর খুবই কমই সাড়া দিয়েছেন এতে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali