দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। প্রহসনের এই নির্বাচন বাতিল করে নির্দলীয় ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সারাদেশে আজ নিহত হয়েছে ১৭ জন।
আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। একই সঙ্গে দেশব্যাপী অবরোধও চলবে বলে ঘোষণা দেওয়া হয়। আজ রোববার সন্ধ্যায় গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক এ ঘোষণা দেন। এ সময় রোববারের নির্বাচন মৃত সরকারকে হিমাগারে পাঠিয়েছে বলেও দাবি করেন সাবেক মন্ত্রী ও বিএনপি’র এই নেতা।
এদিকে সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত সারাদেশে আজ নিহত হয়েছে অন্তত ১৭ জন। রংপুরে জামায়াত ও শিবিরের ২ কর্মী- জামায়াত কর্মী মিরাজুল ও শিবিরকর্মী হাবিবউজ্জামান হাবিব, মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা কনকন মিয়া (২৬), নীলফামারীতে ১ শিবিরকর্মী-জাহাঙ্গীর (৩৭), ফেনীতে ২ যুবদলকর্মী-জামশেদ আলম ও শহিদুল্লাহ, লালমনিরহাটে ১ যুবদলকর্মী-ফারুক হোসেন (৩৮), দিনাজপুরে বিএনপিকর্মী বাবুল হোসেন (৩৫), যুবদল নেতা চুন্নু (৩০), যুবজাগপার রায়হান মাসুদ (৩৫) ও আনসার সদস্য আব্দুল ওয়াহেদ (৩৬), চট্টগ্রামে শিবির কর্মী লালু, নওগাঁর বাবুল হোসেন (৩৫) ও ঠাকুরগাঁওয়ে ৩ জন নিহত হয়েছে।